তুমি আমার বিজ্ঞানভীতি দূর করেছ

বিজ্ঞানচিন্তা জানুয়ারি ২০২৪

বিজ্ঞানচিন্তা পড়ার আগে ভাবতেও পারতাম না যে বিজ্ঞান পড়ে সহজভাবে বোঝা যায়। তুমি আমার বিজ্ঞানবিষয়ক অনেক ভীতি দূর করেছ। ডিসেম্বর মাসে তুমি যে প্রশ্নের উত্তর দিয়েছ, তাতে আমার মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। গত সংখ্যার আরও একটি বিষয় আমার খুব ভালো লেগেছে; তা হলো বিজয়ের মাসে প্রচ্ছদে লাল-সবুজে লেখা ‘বিজ্ঞানচিন্তা’।

অপেক্ষার প্রহর মানুষ তার জন্যই গোনে, যার প্রতি মানুষের বেশি ভালোবাসা থাকে। সেই ভালোবাসা তুমি আমার হৃদয়ে জাগাতে পেরেছ, প্রিয় বিজ্ঞানচিন্তা। তাই অপেক্ষায় থাকলাম, নতুন বছরের নতুন মাসে, নতুন রূপে সজ্জিত হয়ে ধরা দেবে আমাদের মাঝে। সব সময় এভাবেই পাশে থেকো ভালোবাসার অন্যতম বস্তু হয়ে।

জুবাইর আল হাদী, দশম পরীক্ষার্থী-২০২৪, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা, ঝালকাঠি সদর

* লেখাটি বিজ্ঞানচিন্তার জানুয়ারি ২০২৪ সংখ্যায় প্রকাশিত