ডিনামাইটে কি মাটি মেশানো হয়?

প্রশ্ন:

ডিনামাইটে ট্রাই নাইট্রোগ্লিসারিনের সঙ্গে (Kieselgur) মাটি মেশানো হয়, এই মাটির ধর্ম কি সাধারণ মাটির মতো?

নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক রাসায়নিক পদার্থ। এর সঙ্গে যে মাটি মেশানো হয়, সেটা সাধারণ মাটি নয়। একে ডায়াটোমেসিয়াস মাটি বা কিসেলগার মাটি বলে। এর মিশ্রণে আলফ্রেড নোবেল ১৮৬৭ সালে ডিনামাইট তৈরি করেন। নাইট্রোগ্লিসারিন কারখানায় এক দুর্ঘটনায় নোবেলের ভাই মারা গেলে তিনি বিস্ফোরণের বিষয়টি নিয়ে চিন্তা করেন ও ডিনামাইট তৈরি করেন।