বুধবার, ২৯ মার্চ ২০২৩

  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • গণিত
  • মহাকাশ
  • জীববিজ্ঞান
  • কার্যকারণ
  • বিজ্ঞান কল্পগল্প
  • কমিকস
  • বিজ্ঞানরম্য
  • সাক্ষাৎকার
ডাকবাক্স

পাঠকের প্রশ্ন

ডিনামাইটে কি মাটি মেশানো হয়?

আব্দুল কাইয়ুম
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১৪: ০০

ডিনামাইটে ট্রাই নাইট্রোগ্লিসারিনের সঙ্গে (Kieselgur) মাটি মেশানো হয়, এই মাটির ধর্ম কি সাধারণ মাটির মতো?

নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক রাসায়নিক পদার্থ। এর সঙ্গে যে মাটি মেশানো হয়, সেটা সাধারণ মাটি নয়। একে ডায়াটোমেসিয়াস মাটি বা কিসেলগার মাটি বলে। এর মিশ্রণে আলফ্রেড নোবেল ১৮৬৭ সালে ডিনামাইট তৈরি করেন। নাইট্রোগ্লিসারিন কারখানায় এক দুর্ঘটনায় নোবেলের ভাই মারা গেলে তিনি বিস্ফোরণের বিষয়টি নিয়ে চিন্তা করেন ও ডিনামাইট তৈরি করেন।

ডাকবাক্স থেকে আরও পড়ুন
  • পাঠকের লেখা বিজ্ঞানচিন্তা
মন্তব্য করুন