ম্যাজিশিয়ান বিজ্ঞানচিন্তা

বিজ্ঞানচিন্তার এপ্রিল ২০২৪ সংখ্যা

যা ভাবছিলাম, তা–ই হলো! প্রথম আলোয় বিজ্ঞাপন দেখে আগেই বলেছিলাম যে মার্চ সংখ্যা হয়তো অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, হলোও তা–ই! তোমার সঙ্গে আমার পরিচয়ও মূলত প্রথম আলোর হাত ধরেই। আচ্ছা, তুমি কি আমার একটি ছোট্ট প্রশ্নের উত্তর দেবে? ‘তোমাকে এত ভালো লাগে কেন আমার?’ যত না তোমাকে পড়ি, তার চেয়ে বেশি উল্টে-পাল্টে দেখি! আর কল্পবিজ্ঞান সংখ্যার কথা তো বিশেষভাবে বলতেই হয়, ‘হাতে পাওয়ার প্রথম দিনে আমি শুধু এর প্রচ্ছদ আর ভেতরের ছবিগুলোই সারা দিন দেখেছি, একটুও পড়িনি!’

ওহ্‌! তোমাকে তো ধন্যবাদ জানাতে ভুলেই গিয়েছিলাম, তুমি গত সংখ্যায় আমার একটি চিঠি তোমার পৃষ্ঠায় স্থান দিয়েছ (সে জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ)। আর তুমি কি বিজ্ঞান প্রজেক্ট নিয়ে একটি সংখ্যা প্রকাশ করে আমার অনুরোধ রাখবে? আজ আর নয়, ভালো থেকো।

নাজমুল হাসান, অষ্টম শ্রেণি, আবদুল আজিজ উচ্চবিদ্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ