বিজ্ঞানচিন্তার সঙ্গে ১ বছর
বহুদিন হয়ে গেল, ভেবেছিলাম তোমায় কিছু লিখব, কিন্তু কারণবশত পারিনি। তাই আজ সব উপেক্ষা করে তোমায় লিখছি। গত এপ্রিল মাসে বিজ্ঞানচিন্তার পাঠক হিসেবে আমার ১ বছর পূর্ণ হলো। প্রতিটি সংখ্যায় তুমি আকর্ষণীয় প্রচ্ছদের সঙ্গে বিজ্ঞানের নানা জটিল তত্ত্বকে সহজভাবে উপস্থাপন করো। তোমার লেখার এত জাদু যে আমার স্কুলে ম্যাগাজিন নিয়ে সবাই কৌতূহলী হয়ে এটি দেখতে চায়। উল্লেখ্য যে তোমার ১০০তম সংখ্যায় চমৎকার সব বিজ্ঞানের ফিচারের সঙ্গে কিছু অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক ফিচার দিয়েছো, যা নিঃসন্দেহে আমাদের জন্য সহায়ক। এ ছাড়া তোমার মে সংখ্যাটাও অতুলনীয়। অনেকদিন ধরেই মিল্কিওয়ে নিয়ে জানার ইচ্ছা ছিল, কিন্তু তোমার মে সংখ্যাটি আমার মিল্কিওয়ে নিয়ে কৌতুহলরূপী অগ্নিনির্বাপণে সহায়ক হয়েছে। তোমার নিকট একটি প্রয়াস থাকবে যে প্রতি মাসে এভাবে আমাদের কৌতূহল মেটাবে। এখন বর্ষাকাল, তাই অতি সত্ত্বর তোমার নিকট বৃষ্টি, ঝড়, বজ্রপাত নিয়ে লেখা ফিচার চাই। যা-ই হোক তোমাকে নিয়ে বলতে গেলে এই এক মেইলে কুলাবে না! আজ এ পর্যন্তই থাকুক, স্রষ্টার কৃপায় সুস্থ থাকলে আবার লিখব।
স্বপ্নীল কর্মকার, দশম শ্রেণি, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল