ইলেকট্রনিকস নিয়ে সংখ্যা চাই

বিজ্ঞানচিন্তার সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদ

আমি বিজ্ঞানচিন্তার নতুন পাঠক। গত মে মাসে ‘পরমাণু বিদ্যুৎকেন্দ্র’ সংখ্যা পড়া শুরু করার মাধ্যমে বিজ্ঞানচিন্তার সঙ্গে আমার প্রথম পরিচয়। এরপর আগস্ট মাস থেকে আমি বিজ্ঞানচিন্তার নিয়মিত পাঠক হই। তাই আমার মে ও আগস্ট এই দুই মাসের বিজ্ঞানচিন্তাই কেবল পড়া হয়। কিন্তু এই দুটি সংখ্যা পড়ার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি। মে মাসের সংখ্যায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে এবং আগস্ট মাসের সংখ্যায় টাইম ট্রাভেল নিয়ে বিস্তারিত জানতে পারি। বিজ্ঞানচিন্তার কাছে আমার অনুরোধ, পরবর্তী সংখ্যা যেন বর্তমানের আধুনিক ইলেকট্রনিকস নিয়ে করা হয়। যেখানে আমরা বর্তমান সময়ের বিভিন্ন ধরনের আধুনিক ইলেকট্রনিকসের বেসিক, এর ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এতে আমার মতো হাইস্কুলের ইলেকট্রনিকসে আগ্রহী শিক্ষার্থীরা এর বেসিক সম্পর্কে জ্ঞান লাভ করে উপকৃত হবে।

লেখা আর বাড়াব না। সবশেষে বিজ্ঞানচিন্তাকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এভাবে বিজ্ঞানপিপাসুদের তৃষ্ণা মেটাক, তার জন্য শুভকামনা রইল।

মাহরিফ হোসেন রিশান, অষ্টম শ্রেণি, আফরোজ খান মডেল স্কুল, ময়মনসিংহ