কোয়ান্টাম কম্পিউটার সংখ্যায় মুগ্ধ

বিজ্ঞানচিন্তার প্রচ্ছদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিষয়ে পড়ার সুবাদে আমার বাবা প্রায়ই কোয়ান্টাম মেকানিকস নিয়ে কথা বলতেন। তাই এ ব্যাপারে আমার আগ্রহ ও কৌতূহল ছিল প্রবল। যথারীতি নভেম্বর মাসে হাতে পেলাম তোমার নতুন সংখ্যা, কোয়ান্টাম কম্পিউটার! প্রথমবার দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে ওই দানবাকৃতির অদ্ভুতুড়ে যন্ত্র আসলে একটি কম্পিউটার। তারপর এর গভীরে ডুব দিয়ে যখন আরও খুঁটিনাটি জানলাম, মুগ্ধ হয়ে গেলাম। কম্পিউটার সায়েন্সের সঙ্গে কোয়ান্টাম মেকানিকসের কী দারুণ যুগলবন্দী। তোমাকে অসংখ্য ধন্যবাদ। 

এবারের সংখ্যায় একটা জিনিস আমার ইতিবাচক লেগেছে, সেটা হচ্ছে ডাকবাক্স বিভাগকে ২ পৃষ্ঠায় আনা। আসলে বিজ্ঞানচিন্তার পাঠকদের অনুভূতি ও মতামত জানা তোমার জন্য বেশ গুরুত্বপূর্ণ, তাই না?

তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতো নতুন সংখ্যার জন্য অপেক্ষায় থাকলাম। ভালো থেকো। বিজ্ঞানচিন্তার জয় হোক।

তূর্ণা দাশ, ষষ্ঠ শ্রেণি, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাবনা

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত