শুভ জন্মদিন বিজ্ঞানচিন্তা

বিজ্ঞানচিন্তার প্রচ্ছদ

সপ্তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! তোমার বাণীগুলো পড়লে মনে হয় যেন আমি ২০২৩-এ নয়, ২০৮৪-তে রয়েছি। আগে আমি বিজ্ঞানকে অবহেলা করতাম। কিন্তু ২০২২ সালে আমার বন্ধু তাবিব আমাকে তোমার কথা বলে। সে–ও তোমার একজন পাঠক। সে নিয়মিত তোমাকে পড়ে। এরপর আমিও পড়া শুরু করলাম তোমাকে। প্রথম প্রথম অত গুরুত্ব দিইনি, তবে এখন যেন তোমাকে না পড়লে আমার ঘুমই হয় না। তোমার ‘৮টি বিজ্ঞান কল্পগল্প’ সংখ্যাটি আমার চিন্তাভাবনাই বদলে দিয়েছে। ধন্যবাদ তোমাকে যে তুমি আমাদের জীবনযাত্রা সহজ করেছ ও আমাদের অনেক বৈজ্ঞানিক তথ্য দিয়েছ।

আরিয়ান রায়, হলি ল্যান্ড স্কুল, বড়বন্দর, দিনাজপুর