টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি
সিঙ্গুলারিটি! কী অদ্ভুত সুন্দর এক নাম। নামটা প্রথম শুনেছি বিজ্ঞানচিন্তার কাছে। অবশ্য আগেও শুনেছিলাম। তবে সেটা ছিল ব্ল্যাকহোলের সিঙ্গুলারিটি বা পরমবিন্দু নিয়ে। টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি নিয়ে এই প্রথম একটা ধারণা পেলাম। জানতে পেরে খুব ভালো লাগছে। বিজ্ঞানচিন্তা বরাবরের মতোই বিজ্ঞানের জগতে ঘটে চলা বিস্ময়কর জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরছে এবং প্রতিবারই এগুলো পড়ে আমি মুগ্ধ হই। এমনিতে আমিও চাইছিলাম বিজ্ঞানচিন্তায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে সংখ্যা করা হোক। বিজ্ঞানচিন্তাকে অনেক ধন্যবাদ।
গত সংখ্যায় প্রকাশিত ‘পগনোলজি’ শিরোনামের ছড়াটাও দারুণ লেগেছে। এককথায় অসাধারণ! গত সংখ্যায় দেওয়া ‘হৃৎস্পন্দন মাপে কীভাবে’ এবং ‘শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না কেন’ লেখাগুলো খুব ইন্টারেস্টিং ছিল। এভাবেই আমাদের মধ্যে বিজ্ঞান ছড়িয়ে দিতে থাকো। তোমার সংখ্যাগুলো অনেক অসাধারণ হয়। ভালো থেকো।
নানজিব ফাহিম, বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, কদমতলী, ঢাকা