আরও বিজ্ঞান কল্পগল্প সংখ্যা চাই

বিজ্ঞানচিন্তা জুন ২০২৪ সংখ্যা

বিজ্ঞানচিন্তার বিজ্ঞান কল্পগল্পগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু তুমি বিজ্ঞান কল্পগল্প খুব কম ছাপাও। আর বিজ্ঞান কল্পগল্প সংখ্যাও করো অনেক দিন পরপর। কিন্তু এতে আমার তৃপ্তি হয় না। তাই তোমার কাছে আবদার জানাতে এই চিঠি লিখছি। বিজ্ঞান কল্পগল্প আরও বেশি বেশি ছাপাও, সম্ভব হলে আগামী সংখ্যাটা কল্পগল্প নিয়ে করো। তবে তোমার মে সংখ্যাটা আসলেই ভালো হয়েছে। সে জন্য তোমাকে ধন্যবাদ।

মাহফুজুর রহমান, কান্দিরপাড়, কুমিল্লা