আমি ২০১৮ সাল থেকে আপনার একজন নিয়মিত পাঠক। আমি একজন খুব সামান্য সরকারি কর্মচারী। আমার চাকরিকাল প্রায় শেষের দিকে। এখন আমি আমার উপার্জিত অর্থের একটি অংশ থেকে আমার এলাকায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগার গড়ে তুলতে চাই, যেখানে শিশুরা বিজ্ঞানের প্রতি মনোযোগী হতে পারবে। এই যেমন ধরুন, একটি অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা পানিতে জীবাণুরা কেমন করে খেলা করে। চৌম্বক শক্তি কীভাবে দিক নির্ণয় করে। টেলিস্কোপে মহাকাশের গ্রহদের দেখতে কেমন লাগে ইত্যাদি আরও কত কী! আমি ঠিক বুঝতে পারছি না, কীভাবে কাজটা শুরু করব। দয়া করে বলবেন কি? ইতিমধ্যে আমি বেশ কিছু বিজ্ঞানের বই ও ঘর নির্মাণের জন্য কয়েক শতক জায়গাও কিনেছি।