পথচলা হোক চিরদিনের

এটি একটি অভূতপূর্ব ব্যাপার যে গোটা এক বছর ধরে আমি তোমার সঙ্গে আছি। ২৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে আমার বন্ধু রুদ্রনীলের কাছে তোমার কথা শুনে দিলাম দোকানে ভোঁ–দৌড়। কিনে নিলাম তোমাকে। সত্যিই যে কি ভালো লেগেছিল, তা বোঝাতে পারব না। আর সেই আনন্দকে দ্বিগুণ করে আমাদের পথচলার প্রথম বর্ষপূর্তিতে নিয়ে এলে থিওরি অব এভরিথিংয়ের আদ্যোপান্ত। আমাদের যাত্রার শুরু হয়েছিল বর্ণিল কল্পগল্পের সংখ্যা দিয়ে আর যাত্রার প্রথম বর্ষপূর্তি হলো রোমহর্ষক সব থিওরিতে ঠাসা একটি সংখ্যা দিয়ে। আমার মতে, বিজ্ঞানচিন্তার ফেব্রুয়ারি ২০২৪ সংখ্যাটি ছিল সর্বশ্রেষ্ঠ। বিজ্ঞান আমার নেশা, বিজ্ঞানীই হবে আমার ভবিষ্যৎ পেশা। পরিশেষে একটা কথা বলে রাখি, পরবর্তী সংখ্যাটি মনোবিজ্ঞানবিষয়ক করো। বিজ্ঞানচিন্তা বেঁচে থাকুক হাজার বছর, পথচলা হোক চিরদিনের; এই কামনা।

তীর্থ মুখোপাধ্যায়, অষ্টম শ্রেণি, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা