মে মাসের সংখ্যাটা পড়ে আমি খুবই আপ্লুত হয়েছিলাম। বিশেষ করে ওপরের ছবি আর নদীটা দেখে। বিজ্ঞানচিন্তায় সাম্প্রতিক সময়ের তাপমাত্রা নিয়ে পুরো ইতিহাস তুলে ধরা হয়, যা সত্যি চমকপ্রদ। এ ছাড়া বন্য প্রাণীর পোষ মানার যেই মাধ্যমটা ছিল, তা সত্যিই বিস্ময়কর। মে সংখ্যায় একজন বলেছিল প্রাচীন সভ্যতা নিয়ে সংখ্যা করতে, আমিও তোমাকে ঠিক এটাই বলব, অন্তত সংখ্যা না করা গেলেও একটা ফিচার ছাপিয়ো। একদল বিজ্ঞানী নাকি পঞ্চম বল খুঁজে পেয়েছেন প্রকৃতিতে, সেটা নিয়ে জানতে চাই। আর সর্বশেষে এত কিছু করা না গেলেও অন্তত অণুজীবজগৎ সম্পর্কে একটা ফিচার ছাপিয়ো।
তাসিন আহমেদ, সপ্তম শ্রেণি, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস, নরসিংদী