গত আগস্ট মাসের সংখ্যাটা দিয়ে আমার তোমার সঙ্গে তিন বছর পূর্ণ হলো। ‘টাইম ট্রাভেল কি সম্ভব’ সংখ্যাটা দেখে আমার যে কী মজা লেগেছিল, তা বোঝাব কী করে! চট করেই বিজ্ঞানচিন্তাটা কিনে নিলাম। সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো, আমি জুলাই মাসজুড়েই ব্ল্যাকহোল, হোয়াইটহোল ও ওয়ার্মহোল নিয়ে ছোটখাটো গবেষণা করছিলাম। বিশেষ করে আইনস্টাইনের ‘স্পেশাল থিওরি অব রিলেটিভিটি’ ও ‘জেনারেল থিওরি অব রিলেটিভিটি’ বোঝার চেষ্টা করছিলাম। জানো? সেই কয় দিন এত চিন্তাভাবনা করছিলাম যে রাতে স্বপ্নেও সৌরজগৎ চলে এল! যাহোক, টাইম ট্রাভেল নিয়ে অনেক দ্বিধায় ছিলাম। কিন্তু আগস্ট মাসের এই ইন্টারেস্টিং আর দারুণ ম্যাগাজিনটা পড়ে আমার সন্দেহ কেটে গেল। আর হ্যাঁ! কম্পিউটারবিজ্ঞানী মোহাম্মদ কায়কোবাদ স্যারের সাক্ষাৎকারটাও বেশ ভালো ছিল। তাঁর কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। আজ তিন বছর যাবৎ আমি বিজ্ঞানচিন্তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আরও অনেক কিছু শিখতে চাই!
ফারহানা ইসলাম, পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পাইকগাছা, খুলনা