বিজ্ঞানচিন্তা পড়তে ভালো লাগে

আমরা তিন বন্ধু মিলে তোমাকে চিঠি লিখছি। আমরা তোমার বড় ভক্ত। যদিও তোমার সঙ্গে আমাদের পরিচয় অল্প দিনের। তোমার সঙ্গে আমাদের পরিচয় হয় বন্ধু জিয়াদের কল্যাণে। কী আর বলব তোমাকে, সে যে কী আজব ছেলে! কিছুদিন আগে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। প্রতিটি পরীক্ষায় আমরা হলে বই নিয়ে পড়ি। আর সে কিনা কোনো দিন তোমাকে, কোনো দিন কিশোর আলো নিয়ে পড়ে। আমরা তো তাকে দেখে শুধু অবাক হই। অথচ এতে নাকি তার পড়ালেখায় কোনো সমস্যা হয় না, ভাবা যায়! যাহোক, তার কারণে আমরাও এখন মাঝেমধ্যে তোমাকে, ‘কিআ’কে পড়ে দেখি। খুব ভালো লাগে।

[জিয়াদ এখন আমাদের পাশে নেই। আশা করি, পরের মাসে আমাদের চিঠি ছাপা দেখে সে একই সঙ্গে অবাক ও খুশি হবে।]

চিঠি লিখেছেন খুলনা পাবলিক কলেজের একাদশ শ্রেণির তিন শিক্ষার্থী আব্দুল্লাহীল কাফি, মাফুজুর রহমান কংকন মণ্ডল