তোমাকে আমি প্রথম পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে। বাবা তোমাকে হকার আঙ্কেলের কাছ থেকে নিয়ে এসেছিল। এরপর তোমাকে কোথায় পাওয়া যায়, সেই ঠিকানা অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম। তোমাকে পেতে আর কোনো কষ্ট করতে হয় না। গত মাসের (আগস্ট ২০২৩) সংখ্যাটা কিন্তু দারুণ ছিল, আমার বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে মহাবিশ্ব–সম্পর্কিত রহস্য অনেক বেশি ভালো লাগে, যেটা তুমি গত সংখ্যায় ছাপিয়েছ। আমি অনেক খুশি হয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার মাধ্যমে আমি বিজ্ঞানের অনেক রহস্য সম্পর্কে জানতে পেরেছি। আমি চাই, তুমি মহাবিশ্ব নিয়ে আরও বেশি রহস্য–সম্পর্কিত লেখা ছাপাও। তোমাকে পড়ে যে কেউ বিজ্ঞানকে ভালোবাসতে শিখবে। তোমার জন্য অনেক শুভকামনা রইল। বিদায়।
* চিঠিটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যায় প্রকাশিত