টিফিনের টাকা বাঁচিয়ে রাখতাম বিজ্ঞানচিন্তার জন্য

বিজ্ঞানচিন্তার বর্ষপূর্তি উপলক্ষ্যে পাঠকের অনুভূতি, মতামত বা অভিজ্ঞতা লিখে পাঠাতে বলেছিলাম আমরা। অনেক পাঠক লেখা পাঠিয়েছেন, জানিয়েছেন মতামত। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। এসব লেখা থেকে বাছাইকৃত সেরা তিনটি লেখা প্রকাশিত হয়েছে বিজ্ঞানচিন্তার অক্টোবর ২০২৩ সংখ্যায়। এ ছাড়াও আরও সাতটি, অর্থাৎ সেরা ১০টি লেখা ধারাবাহিকভাবে প্রকাশিত হবে বিজ্ঞানচিন্তা অনলাইনে।

সপ্তম সেরা লেখাটি আজ প্রকাশিত হলো।

তোমার সাত বছর পূর্তিতে জানাই অঢেল ভালোবাসা ও শুভেচ্ছা। এক, দুই, তিন করে ঠিক সাত বছরে পদার্পণ করেই ফেললে! আমার সঙ্গে তোমার পরিচয় ২০১৯ সালে। হঠাৎ এক দোকানে বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যা চোখে পড়ল। কৌতূহল হলো, কী ধরনের ম্যাগাজিন এটা, পড়ে দেখতে হবে। বাসায় গিয়ে এক দিনেই সবটুকু পড়ে ফেললাম। সেই থেকে বিজ্ঞানচিন্তার সঙ্গে আমার পথচলা শুরু। বিজ্ঞানের আলোয় সব যৌক্তিক চিন্তায় প্রকৃতিকে ব্যাখ্যা করতে তুমি অনন্য। প্রতি মাসের ১৫ তারিখ এলেই অস্থির হয়ে যেতাম যে কখন তোমাকে পড়তে পারব, কখন জ্ঞানের পিপাসা মেটাতে পারব। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে রাখতাম বিজ্ঞানচিন্তা কিনব বলে। রোদ–বৃষ্টি উপেক্ষা করে ১৫ তারিখ এলেই চলে যেতাম বিজ্ঞানচিন্তার বিক্রয়কেন্দ্রগুলোতে। কষ্ট হোক, তবু খুশি, বিজ্ঞানচিন্তা তো পড়তে পারব। সুলভ মূল্যে হাতের নাগালে তুমি বিজ্ঞানের দরজা খুলে দিয়েছ ৮ থেকে ৮০—সব বয়সের মানুষের জন্য। আর তোমার ছাপানো বিজ্ঞান কল্পগল্পগুলো তো অসাধারণ! আশা করি, তোমার মাধ্যমে এ দেশের মানুষ মুক্তবুদ্ধির বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত হবে। শুধু ৭ কিংবা ৭৭ বছরই নয়, বিজ্ঞানচিন্তার পথ চলা অব্যাহত থাকুক আজীবন।

শুভ কামনা বিজ্ঞানচিন্তা

মারজিয়া তাহসিন, বাসাবো, ঢাকা