কলকাতা থেকে বলছি...

বিজ্ঞানচিন্তার ডিসেম্বর ২০২৩ সংখ্যা

বিজ্ঞানের তত্ত্বকথার সঙ্গে কল্পবিজ্ঞানের গল্প, ছোটদের মনের বিভিন্ন প্রশ্নোত্তর আর বিজ্ঞানীদের আবিষ্কারের পেছনের লড়াই—এসবের মিশেল দেখি প্রতিটি সংখ্যায়। অনেক কষ্ট করে জোগাড় করে পড়তে বসে রাত শেষ হয়ে যায়। আবার দুই পক্ষকাল অপেক্ষা। এভাবেই বিজ্ঞানচিন্তা প্রত্যেক বাঙালি বিজ্ঞানের শিক্ষার্থী তথা বাঙালির ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।

একটা বিশেষ নিবেদন, আমি একজন বিজ্ঞানলেখক। যদি কোনোভাবে বিজ্ঞানচিন্তার সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে ঋদ্ধ হব।

শামীম হক মন্ডল, পদার্থবিজ্ঞান বিভাগ, পশ্চিবঙ্গ বিচার সহায়ক বিজ্ঞান পরীক্ষাগার, কলকাতা-৭০০০৩৭

* চিঠিটি বিজ্ঞানচিন্তার ডিসেম্বর ২০২৩ সংখ্যায় প্রকাশিত