বাংলাদেশের গ্যাস ও তেলক্ষেত্র নিয়ে সংখ্যা করো

বিজ্ঞানচিন্তা জুন ২০২৪ সংখ্যা

প্রথমে আমার সালাম নিয়ো। আশা করি ভালোই আছ। যদিও আগের সংখ্যার (মে) জন্য তোমার একটা ধন্যবাদ পাওনা রয়েছে, সেটা এখন দেব না, থাক। আগে একটা আবদার রয়েছে, সেটা পূরণ করতে হবে তোমাকে। বিজ্ঞানচিন্তা বরাবরই আমাকে পুরোনো বিষয়েও নতুন জিনিস জানিয়ে পুলকিত করো। তাই আমার আশা, যেন আগামী সংখ্যার বিষয় নির্ধারণ করা হয় বাংলাদেশের গ্যাস ও তেলক্ষেত্র এবং এর উত্তোলনপদ্ধতি সম্পর্কে। উল্লেখ্য, সিলেট নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। তাহলে ধন্যবাদটা পাওনাই রইল। ভালো থেকো।

মুতাসিম রহমান, ঠিকানাবিহীন