ছয়টি ক্রমিক মৌলিক সংখ্যার যোগফলও একটি মৌলিক সংখ্যা। তাহলে বলুন তো ওই ক্রমিক মৌলিক সংখ্যা ছয়টি কী?
উত্তর: মৌলিক সংখ্যা ছয়টি যথাক্রমে ২, ৩, ৫, ৭, ১১ ও ১৩। এদের যোগফল ৪১, যা একটি মৌলিক সংখ্যা।
কীভাবে উত্তরটি বের করলাম
প্রথমে মনে রাখতে হবে, শুধু ২ ছাড়া অন্য সব মৌলিক সংখ্যা বিজোড়। কিন্ত ছয়টি বিজোড় সংখ্যা বা জোড়সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল সব সময়ই জোড় সংখ্যা হবে এবং তাই সেটা মৌলিক সংখ্যা হতে পারবে না। কারণ জোড় সংখ্যা ২ দিয়ে বিভাজ্য। তাই ক্রমিক ছয়টি মৌলিক সংখ্যার যোগফল যদি মৌলিক হতে হয়, তাহলে তাদের শুরুতে প্রথমে ২ থাকতে হবে। তাহলেই কেবল তাদের যোগফল বিজোড় হবে এবং মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ২, ৩, ৫, ৭, ১১ ও ১৩ এই চারটি ক্রমিক মৌলিক সংখ্যার যোগফল কত হয়, দেখা যাক। যোগফল = ৪১, যা একটি মৌলিক সংখ্যা।