ঘোড়ায় চড়তে পছন্দ করে কে

চলছে ঈদের ছুটি। এই ঈদের ছুটিতে পাঁচ ভাইবোন এক হয়েছে। তাদের সবার পছন্দ ভিন্ন। খাবার, প্রিয় রং, শখ, পছন্দের স্থান ও পোষা প্রাণীও ভিন্ন। এখানে ২২টি তথ্য দেওয়া আছে। সেগুলো পড়ে আপনাকে খুঁজে বের করতে হবে, ঘোড়ায় চড়া কার শখ। এ ধরনের ধাঁধাকে আইনস্টাইনের ধাঁধা বা জেব্রা পাজল বলা হয়। শতকরা ৯৮ শতাংশ মানুষই নাকি এ ধরনের ধাঁধায় ভুল করেন। দেখুন তো, সেরকম একটি ধাঁধা সমাধান করে আপনি বাকি ২ শতাংশের মধ্যে নিজেকে স্থান দিতে পারেন কি না!

পারলে, সমাধান পাঠিয়ে দিন [email protected]এ। সঠিক সমাধানকারীদের মধ্য থেকে একজন দৈবচয়নের ভিত্তিতে পাবেন বিশেষ পুরস্কার। সমাধান পাঠানোর শেষ সময় ২০ এপ্রিল ২০২৪, রাত ১১:৫৯। তাহলে হয়ে যাক!

আজ বাদে কাল ঈদ। এ উপলক্ষ্য সামনে রেখে সব আত্মীয়স্বজন এক হয়। সারা বছর যে যেখানেই থাকুক, ঈদে এক ছাদের নিচে আসা চাই। স্নেহা, তমা, রেজিনা, রকি ও রবিন—পাঁচ ভাইবোন। কেউ কারো মামাতো ভাই, কেউ-বা আবার ফুফাতো ভাই বা বোন। এদের মধ্যে তমা গ্রামেই থাকে। আর অন্যদের কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম থাকে।

এরা পাঁচ ভাইবোন হলেও কারো সঙ্গে কোনো মিল নেই। যেমন তাদের পছন্দের রং নীল, সবুজ, লাল, গোলাপি ও হলুদ। আবার তাদের পছন্দের প্রাণী হলো বিড়াল, ঘোড়া, পাখি, কুকুর ও খরগোশ। শখও ভিন্ন। কারো পছন্দ ঘোড়ায় চড়া, কারো সাতার কাঁটা। কেউ আবার পাহাড়ে উঠতে পছন্দ করে। একজনের শখ ক্রিকেট খেলা, তো অন্যজনের সিনেমা দেখা। পছন্দের খাবারেও আছে ভিন্নতা। চকলেট, পিজ্জা, বার্গার, চিকেন ফ্রাই ও কাচ্চি তাদের পছন্দের খাবার। 

সবাই একসঙ্গে বসে একটা বিষয় নিয়ে আলোচনা করছে। এক সারিতে বসেছে, যাতে সবার মতামত নেওয়া যায়। সবাই মিলে ঘুরতে যেতে চায় দেশের কোনো দর্শনীয় স্থানে। কিন্তু এখানেও রয়েছে মতের ভিন্নতা। একজন যেতে চায় সুন্দরবন। একজনের পছন্দ সাজেক। অন্যজন জাফলং। বাকি দুজনের পছন্দ কক্সবাজার ও কুয়াকাটা। এরকম একেকজন একেক মতের হলে কীভাবে ঘুরতে যাবে! সে যেতে পারুক বা না পারুক, আমরা বরং এদের নিয়ে একটা ধাঁধা দেখে নিই চট করে। 

এই পাঁচ ভাইবোনের পছন্দ-অপছন্দ নিয়ে ২২টি তথ্য দিচ্ছি আপনাকে। সেই তথ্যগুলো পড়ে আপনাকে একটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলুন, প্রথমে তথ্যগুলো জেনে নিই।

১. রেজিনার পছন্দের খাবার কাচ্চি। 

২. যে পাখি পোষে, তার শখ সাঁতার কাটা। 

৩. রকির পছন্দের খাবার পিজ্জা। 

৪. তমা বসেছে স্নেহার বাঁয়ে। 

৫. বাঁ থেকে সবার প্রথমে রবিন। 

৬. সবার ডানের জন সাঁতার কাটতে পছন্দ করে।

৭. যে চিকেন ফ্রাই খেতে পছন্দ করে, তার ঘোড়া আছে। 

৮. মাঝের জনের পছন্দের খাবার পিজ্জা। 

৯. তমার পছন্দ সবুজ রং। 

১০. মাঝের থেকে বাঁয়ের জন সাজেক যেতে চায়। 

১১. যে কুয়াকাটা যেতে চায়, তার পছন্দের রং লাল।

১২. যে কক্সবাজার যেতে চায়, তার আগের জনের পছন্দ কাচ্চি।

১৩. যার গোলাপি রং পছন্দ, সে যেতে চায় কক্সবাজার। 

১৪. যে লাল রং পছন্দ করে, সে বাঁ দিক থেকে প্রথমে বসেছে।

১৫. যার নীল রং পছন্দ, তার একটি কুকুর আছে। 

১৬. যে পাহাড়ে উঠতে পছন্দ করে, সে বসেছে যে পাখি পোষে, তার বাঁয়ে।

১৭. যে ক্রিকেট খেলতে পছন্দ করে, তার ডানের জনের সখ ঘোড়ায় চড়া।

১৮. যার চিকেন ফ্রাই পছন্দ, তার পাশের জনের পছন্দ চকলেট। 

১৯. যে হলুদ রং পছন্দ করে, সে যেতে চায় জাফলং। 

২০. যে বার্গার পছন্দ করে, তার একটি খরগোশ আছে। 

২১. যে পাহাড়ে চড়তে পছন্দ করে, তার বাঁয়ের জনের পছন্দ সিনেমা দেখা।

২২. তমা সুন্দরবন যেতে চায়।  

এখন বলুন তো, ঘোড়ায় চড়তে পছন্দ করে কে? 

কানে কানে একটা কথা বলে রাখি। ধাঁধাটা সমাধান করা আসলে খুব কঠিন নয়। শুরুতে একসঙ্গে একগাদা তথ্য পড়ে একটু জটিল মনে হয়, এই যা। কাজটা সহজ করার জন্য চাইলে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে নিতে পারেন।

নাম: স্নেহা, রকি, তমা, রেজিনা ও রবিন

পছন্দের রং: নীল, সবুজ, লাল, গোলাপি ও হলুদ

পছন্দের খাবার: চকলেট, বার্গার, পিজ্জা, চিকেন ফ্রাই ও কাচ্চি

পছন্দের প্রাণী: খরগোস, কুকুর, পাখি, বিড়াল ও ঘোড়া

শখ: সিনেমা দেখা, ক্রিকেট, ঘোড়ায় চড়া, পাহাড়ে ওঠা ও সাঁতার কাটা

পছন্দের স্থান: সুন্দরবন, জাফলং, কুয়াকাটা, কক্সবাজার ও সাজেক