ইলা কখন সাঁতার কাটতে পছন্দ করে

চার শহরের চারজন মানুষ কক্সবাজার গিয়ে একই ঠিকানায় উঠেছে। তাদের নাম, পোশাক ও সাঁতার কাটার সময়—সব ভিন্ন। এদের মধ্যে ইলা কখন সাঁতার কাটতে ভালোবাসে, তা খুঁজে বের করতে হবে। খুঁজে পেলে সমাধান পাঠিয়ে দিন https://shorturl.at/4T8Ua-এই লিংকে। সঠিক সমাধানকারীদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে একজন পাবেন বিশেষ পুরস্কার। সমাধান পাঠানোর শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৪, রাত ১১:৫৯।

জহির, তামিম, জীবন ও ইলা—চারজন কক্সবাজার ঘুরতে গেছে। কেউ কাউকে চেনে না। একসঙ্গে যায়ওনি। তবে তারা একই হোটেলে উঠেছে। চারজন এসেছে চার বিভাগ থেকে। রুমগুলোও রয়েছে পাশাপাশি। ১০১ নম্বর রুম থেকে ১০৪ নম্বর রুম। তাদের পরনের টিশার্টগুলোও আলাদা রঙের। তবে মিল আছে এক জায়গায়। সবাই সাঁতার কাটতে পছন্দ করে। কক্সবাজার সমুদ্রে সৈকতে সবাই সাঁতার কাটবে। কিন্তু সাঁতার কাটার সময় ভিন্ন। কারো পছন্দ সকালে সাঁতার কাটা, কারো বিকেলে। কেউ দুপুরের কড়া রোদে সাঁতরাতে পছন্দ করে, আবার কেউ পছন্দ করে সন্ধার পরে পানিতে গা ভিজিয়ে বসে থাকতে।

এখন আপনাকে ওদের ব্যাপারে ১০টি তথ্য দেওয়া হবে। সে সব তথ্য থেকে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। চারজনের মধ্যে ইলা নামের ছেলেটি কখন সাঁতার কাটতে পছন্দ করে? শুরুতে তথ্যগুলো দেখা যাক। 

১. সোনালি রঙের টিশার্ট পড়া ছেলেটি সবার শেষের রুমে।

২. সবুজ রঙের টিশার্ট পড়া ছেলেটি দ্বিতীয় রুমে। 

৩. ১০২ নম্বর রুমে আছে ইলা।

৪. তামিম রয়েছে সবার শেষে।

৫. জহির দুপুরে সাঁতার কাটতে পছন্দ করে।

৬. যে খুলনা থেকে এসেছে, সে আছে ১০১ নম্বর কক্ষে।

৭. রাজশাহীর ছেলেটি সকালে সাঁতার কাটতে পছন্দ করে। 

৮. ১০২ নম্বর রুমের ছেলেটি রংপুরের। 

৯. লাল টিশার্ট পড়া ছেলেটি দুপুরে সাঁতার কাটে। 

১০. যে সন্ধ্যায় সাঁতার কাটতে পছন্দ করে, তার ঠিক পরেই আছে জহির। 

এখন খুঁজে বের করুন তো, ইলা কখন সাঁতার কাটতে পছন্দ করে?

এ ধাঁধা ধাপে ধাপে সমাধান করা খুব সহজ। কাজটা আরও সহজ করতে চাইলে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে নিতে পারেন।

নাম: ইলা, জীবন, তামিম ও জহির

পোশাকের রং: লাল, সবুজ, কালো ও সোনালি

ঠিকানা: ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা

সাঁতারের সময়: সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যা