সমাধান: কেক পছন্দ করেন কে?

আইনস্টাইনের ধাঁধার নাম হয়তো অনেকেই শুনেছেন। ইংরেজিতে বলা হয় আইনস্টাইন’স রিডল। প্রচলিত আছে, আইনস্টাইন কিশোর বয়সে এ ধাঁধা তৈরি করেছিলেন। তারপর নিজেই ধাঁধার সমাধান করতেন। যদিও এর কোনো প্রমাণ নেই। কিন্তু ধাঁধাটি আইনস্টাইনের নামেই আজও জনপ্রিয়।

আজকের ধাঁধাটি আইনস্টাইনের ধাঁধা না হলেও অনেকটা সেরকমই। একই নিয়ম মেনে করতে হবে সমাধান। বলা হয়, আইনস্টাইনের ধাঁধা নাকি শতকরা ৯৮ শতাংশ মানুষই ভুল করেন। দেখুন তো, সেরকমই একটি ধাঁধা সমাধান করে আপনি বাকি ২ শতাংশের মধ্যে নিজেকে স্থান দিতে পারেন কি না! 

এ ধাঁধায় একটি পরিবার আছে। এই পরিবারের সদস্য মোট পাঁচজন। মূল পরিবারে আছেন বাবা, মা, ভাই সজীব ও বোন সুমাইয়া। আর মাঝে মধ্যে ফুফু নারগিস বেড়াতে আসেন। তিনিসহ পাঁচ।

তাঁদের শখ, প্রিয় খাবার ও স্বপ্ন সম্পর্কে ১০টি তথ্য দেওয়া হবে আপনাকে সমস্যাটি সমাধানের জন্য। নিচের এ তথ্যগুলো পড়ে আপনাকে দুটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। চলুন, প্রথমে তথ্যগুলো জেনে নিই। 

 ১. তাঁদের মা প্রতি সোমবার ও বৃহস্পতিবার যোগব্যায়াম করেন।

২. যিনি আইসক্রিম পছন্দ করেন, তাঁর স্বপ্ন প্যারিস যাওয়া।

৩. সুমাইয়া চকলেট খেতে পছন্দ করেন। 

৪. তাঁদের মা শুধু মধু খেতে পছন্দ করেন। 

৫. এই পরিবারে টাকা সংগ্রহের জন্য আলাদা তিনটি বাক্স আছে। এই টাকা দিয়ে তাঁরা তাঁদের স্বপ্ন পূরণ করতে চান। কারও স্বপ্ন কক্সবাজার সমুদ্র ভ্রমণ, কারও নেপালে ঘুরতে যাওয়া এবং কারও স্বপ্ন বিভিন্ন সময়ের স্ট্যাম্প সংগ্রহ করে একটি অ্যালবাম বানানো।

৬. তাঁদের ফুফু নারগিসের বাড়িতে একটি সেলাই মেশিন আছে। তিনি সুমাইয়ার পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার জন্য মেয়েটির শখের একটি জামা তৈরি করে দিয়েছেন। 

৭. সজীব তাঁর বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরেই বিরক্ত হয়ে উঠলেন তিনি। মাছ ধরা বাদ দিয়ে শহরে নানান জায়গায় ঘুরে পুরানো স্ট্যাম্প খুঁজতে লাগলেন। 

৮. সজীব মিষ্টি জাতীয় কোনো খাবার পছন্দ করেন না। 

৯.  তাঁদের পিতামাতা গ্রীষ্মের ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছেন। 

১০. তাঁদের বাবা পরিবারের সবার প্রিয় খাবার নুডলস, চকলেট ও কেক কিনে এনেছেন।

 প্রশ্ন হলো, কেক কার প্রিয় খাবার? আর প্যারিস ঘোরার স্বপ্ন কার?

 কানে কানে একটা কথা বলে রাখি। ধাঁধাটা সমাধান করা আসলে খুব কঠিন না। একসঙ্গে অনেকগুলো তথ্য পড়ে একটু জটিল মনে হয়, এই যা। কাজটা সহজ করার জন্য আপনি চাইলে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে নিতে পারেন।

এবারে চলুন, ওপরের তথ্যগুলো যাচাই করে উত্তর খুঁজি।

প্রথম শর্তে বলা হয়েছে, তাঁদের মা সোমবার ও বৃহস্পতিবার যোগব্যায়াম করেন। অর্থাৎ তাঁদের মায়ের শখ যোগব্যায়াম করা। তৃতীয় শর্তে বলা হয়েছে, সুমাইয়ার প্রিয় খাবার চকলেট। চতুর্থ শর্তে, মায়ের প্রিয় খাবার মধু। দ্বিতীয় শর্তের ব্যাপারে আমরা পরে আসছি। কারণ, এখানে বলা হয়েছে, যিনি আইসক্রিম খেতে পছন্দ করেন, তাঁর স্বপ্ন প্যারিস যাওয়া। এখনও আমরা নিশ্চিত নই, আইসক্রিম কার পছন্দের খাবার। তাহলে, এখন পর্যন্ত যে শর্তগুলো উদ্ধার করা গেল, সেগুলো চার্টে বসিয়ে ফেলি। 

পঞ্চম শর্তানুসারে, তাঁদের টাকা রাখার তিনটি বাক্স আছে। সেই টাকা দিয়ে তাঁরা নিজেদের স্বপ্ন পূরণ করবেন। পরিবারটির স্বপ্নের কথাও বলা আছে এ শর্তে। খেয়াল করলে দেখবেন, তাঁদের কারোই প্যারিস যাওয়ার স্বপ্ন নেই। মানে মূল পরিবারের চার সদস্যের কেউ প্যারিস যেতে চান না। তাহলে নিশ্চয়ই পরিবারের বাইরের সদস্য, ফুফু—তাঁর স্বপ্নই প্যারিস যাওয়া। এই শর্ত মেনে নিলে এটাও স্পষ্ট, ফুফুর প্রিয় খাবার আইসক্রিম।

এবার ৬ নং শর্ত খেয়াল করুন। তাঁদের ফুফু সুমাইয়ার জন্য শখের জামা তৈরি করেছেন। তাহলে, সুমাইয়ার শখ জামা। আবার ফুফুর শখ সেলাই করা। এগুলো টেবিলে বসানো যাক।

সপ্তম শর্তে, সজীব তাঁর বাবার সঙ্গে মাছ ধরতে যায়। অর্থাৎ, তাঁর বাবার শখ মাছ ধরা। সজীবের শখ কিন্তু মাছ ধরা নয়। তাঁর শখ স্ট্যাম্প সংগ্রহ করা। সেই স্ট্যাম্প দিয়ে একটি অ্যালবাম বানানো তাঁর স্বপ্ন।

নবম শর্তে বলা হয়েছে, তাঁদের পিতামাতা একসঙ্গে কক্সবাজার গিয়েছেন। তাহলে, অনেকগুলো ফাঁকা ঘর কিন্তু পূর্ণ করা যায় ওপরের তথ্য থেকে। 

আর মাত্র তিনটি ঘর ফাঁকা আছে। সুমাইয়ার স্বপ্ন জানতে হলে, ৫ নং শর্তে চোখ বোলাতে হবে। পঞ্চম শর্তে তিনটি স্বপ্নের কথা বলা হয়েছে। কক্সবাজার ঘোরা, নেপাল যাওয়া ও অ্যালবাম করা। যেহেতু পিতামাতা কক্সবাজার গিয়েছেন এবং সজীবের শখ অ্যালবাম, সেহেতু নিশ্চয়ই সুমাইয়ার শখ নেপাল যাওয়া। তা ছাড়া, ফুফু নারগিসের শখ প্যারিস যাওয়া—তা আগেই জেনেছি।

এবার ৮ নং শর্ত দেখুন। সজীব মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন না। এই শর্ত মাথায় রেখে ১০ নং শর্ত দেখুন। বাবা তাঁদের জন্য নুডলস, চকোলেট ও কেক কিনে এনেছেন। চকোলেট সুমাইয়ার প্রিয় খাবার। বাকি থাকল নুডলস ও কেক। সজীবের যেহেতু মিষ্টি খাবার পছন্দ নয়, তার মানে নিশ্চয়ই সজীবের পছন্দের খাবার নুডলস। 

বাকি রইল বাবার প্রিয় খাবার। নিশ্চই ধরে ফেলেছেন। বাবার প্রিয় খাবারই কেক। আর আগেই জেনেই, প্যারিস ঘুরতে যেতে চান ফুফু নারগিস।

একটু ভালো করে ওপরের ১০টি তথ্য খেয়াল করলেই বের করা যায় এ ধাঁধার উত্তর। শুধু একটু ধৈর্য ধরে হিসাবটা মেলাতে হবে।

লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা

সূত্র: এডক্রাফট ডট আইও