বুদ্ধির ব্যায়াম
হরিণ পোষেন কোন দেশের মানুষ?
এ ধাঁধাটি আইনস্টাইনের ধাঁধা না হলেও অনেকটা সেরকমই। একই নিয়ম মেনে করতে হবে সমাধান। বলা হয়, আইনস্টাইনের ধাঁধা নাকি শতকরা ৯৮ শতাংশ মানুষই ভুল করেন। দেখুন তো, এই ঈদের ছুটিতে সেরকম একটি ধাঁধা সমাধান করে আপনি বাকি ২ শতাংশের মধ্যে নিজেকে স্থান দিতে পারেন কি না!
আইনস্টাইনের ধাঁধার নাম হয়তো অনেকেই শুনেছেন। ইংরেজিতে বলা হয় আইনস্টাইন’স রিডল। বিজ্ঞানচিন্তা ডট কমে গত ঈদে প্রকাশিত হয়েছিল এরকম একটি ধাঁধা। এর আরেকটি নাম আছে। জেব্রা পাজল। প্রচলিত আছে, আইনস্টাইন কিশোর বয়সে এ ধাঁধা তৈরি করেছিলেন। তারপর নিজেই ধাঁধার সমাধান করতেন। যদিও এর কোনো প্রমাণ নেই। কিন্তু ধাঁধাটি আইনস্টাইনের নামেই আজও জনপ্রিয়।
আজকের ধাঁধাটি আইনস্টাইনের ধাঁধা না হলেও অনেকটা সেরকমই। একই নিয়ম মেনে করতে হবে সমাধান। বলা হয়, আইনস্টাইনের ধাঁধা নাকি শতকরা ৯৮ শতাংশ মানুষই ভুল করেন। দেখুন তো, এই ঈদের ছুটিতে সেরকমই একটি ধাঁধা সমাধান করে আপনি বাকি ২ শতাংশের মধ্যে নিজেকে স্থান দিতে পারেন কি না!
আজকের ধাঁধায় আছে পরপর পাঁচটি বাড়ি। প্রতিটি বাড়ির রং আলাদা। প্রত্যেক বাড়ির মানুষগুলো ভিন্ন জাতির এবং তাঁরা সবাই আলাদা আলাদা পেশার মানুষ। তাঁদের পোষা প্রাণীগুলোও আলাদা। এ সম্পর্কিত ১৫টি তথ্য দেওয়া হবে আপনাকে সমস্যাটি সমাধানের জন্য। নিচের এই তথ্যগুলো পড়ে আপনাকে একটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলুন, প্রথমে তথ্যগুলো জেনে নিই।
১. ইংরেজ ভদ্রলোক লাল বাড়িতে বাস করেন।
২. স্পেনের ভদ্রলোকের পোষা প্রাণী কুকুর।
৩. সবুজ বাড়ির ভদ্রলোকটি কফি খেতে পছন্দ করেন।
৪. ইউক্রেনের ভদ্রলোকের পছন্দ চা।
৫. সবুজ বাড়িটির ঠিক ডান পাশের বাড়িটি সাদা রঙের।
৬. কাঠমিস্ত্রির পোষা প্রাণী বিড়াল।
৭. শিক্ষক বাস করেন হলুদ বাড়িতে।
৮. ঠিক মাঝের বাড়ির মালিক দুধ খেতে পছন্দ করেন।
৯. প্রথম বাড়িতে বাস করেন নরওয়েজিয়ান ভদ্রলোক।
১০. যে বাড়ির মালিক শেয়াল পোষেন, তাঁর পাশের বাড়িতে থাকেন একজন মালি।
১১. যে বাড়ির মালিক ঘোড়া পোষেন, তাঁর আগের বাসায় থাকেন শিক্ষক।
১২. ডাক্তারের পছন্দ জুস।
১৩. রুটিওয়ালা জাপানি।
১৪. নীল রঙের বাড়ির আগের বাড়িতে বাস করেন নরওয়েজিয়ান ভদ্রলোক।
১৫. যাঁর পানি পছন্দ, তাঁর পাশের বাড়ির মালিক একজন মালি।
প্রশ্ন হলো, কোন বাড়ির মালিক হরিণ পোষেন?
কানে কানে একটা কথা বলে রাখি।ধাঁধাটা সমাধান করা আসলে খুব কঠিন নয়।একসঙ্গে অনেকগুলো তথ্য পড়ে একটু জটিল মনে হয়, এই যা।কাজটা সহজ করার জন্য আপনি চাইলে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে নিতে পারেন।
লেখক: সম্পাদনা দলের সদস্য, বিজ্ঞানচিন্তা
সূত্র: ম্যাথ ইজ ফান ডট কম অবলম্বনে