অলিম্পিয়াড
গণিত অলিম্পিয়াডের শেষ সময়ের প্রস্তুতি – ৫
২২তম বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব চলছে। এরপর ১৮টি আঞ্চলিক উৎসব শেষে হবে জাতীয় পর্ব। গণিত অলিম্পিয়াড ২০২৪-এ অংশগ্রহণকারীরা শেষ সময়ের প্রস্তুতি নিতে এই সমস্যাগুলো সমাধান করতে পারে।
১. একটা ত্রিভুজের ওপর ১০টি বিন্দু নেওয়া হলো। সেগুলোকে জোড়া দিয়ে মোট কতটি বহুভুজ আঁকা যাবে, যাদের বাহুর সংখ্যা একটি জোড় সংখ্যা হবে?
২. ১ সে.মি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ABCD বর্গক্ষেত্রের A, B, C ও D চারটি বিন্দু দিয়ে গমনকারী একটি বৃত্ত অঙ্কন করলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে?
৩. খেলার মাঠে ৬ জন খেলোয়াড় আছে, যাদের প্রত্যেকের বয়স ১৮ বছরের কম। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক জনের বয়স কত হতে পারে?
৪. একটি অদ্ভুত মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় চেয়ারগুলোকে ১ থেকে ৭৬ পর্যন্ত নম্বর দেওয়া হলো। প্রথম রাউন্ড পরে যাদের চেয়ারের নম্বর জোড়, তাদের সবাইকে বাদ দেওয়া হলো। দ্বিতিয় রাউন্ড শেষে যাদের
৫. ২০২৪২০২৪ সংখ্যাটিতে মোট কতটি অঙ্ক আছে?
৬. A, B, C কেন্দ্রবিশিষ্ট ৩টি সমব্যাসার্ধের বৃত্ত, যাদের কেন্দ্র একই সরলরেখায় অবস্থিত এবং B কেন্দ্রবিশিষ্ট বৃত্ত বাকি দুটির সঙ্গে স্পর্শ করে আছে। এখন A বিন্দু থেকে C কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AD স্পর্শক অঙ্কন করলে ত্রিভুজ ABD-এর ক্ষেত্রফল কত হবে? (যেখানে D স্পর্শবিন্দু এবং AD-এর দৈর্ঘ্য ১৫-এর বর্গমূল)।
৭. একটি বৃত্তের মধ্যে একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত করা হলো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৫ বর্গ সেমি. হলে বৃত্তের ক্ষেত্রফল কত?
৮. একটি ট্রেন x ঘণ্টা y মিনিটে ঢাকা ত্যাগ করে y ঘণ্টা z মিনিটে ময়মনসিংহে পৌঁছায়। মোট সময় নেয় z ঘণ্টা x মিনিট. x-এর সম্ভাব্য মান বের করো।
৯. A সেটের উপাদান সংখ্যা ৩টি, B সেটের উপাদান সংখ্যা ২টি। A×B-এর অশূন্য উপসেট কয়টি?
১০. ABCD বর্গের AB=10. AB, BC, CD ও DA-এর মধ্যবিন্দু যথাক্রমে E, F, G, ও H। E, F, G, H-কে কেন্দ্র করে বর্গের বাইরে 5 ব্যাসার্ধবিশিষ্ট চারটি অর্ধবৃত্ত আঁকা হয়েছে। AC-এর মধ্যবিন্দুকে কেন্দ্র করে আবার 5 দৈর্ঘ্যবিশিষ্ট একটি বৃত্ত আঁকা হয়েছে। চারটি অর্ধবৃত্তের যে অংশ এই বৃত্তের বাইরে তার ক্ষেত্রফল কত?