আইনস্টাইন ধাঁধা
জন্মদিনে বই উপহার দিয়েছে কে?
চার বন্ধু। সবার বয়স আলাদা, পোশাকও ভিন্ন। বন্ধুর জন্মদিনে ভিন্নভিন্ন গিফট নিয়ে এসেছে। চারজনের মধ্যে একজন উপহার দিয়েছে বই। কে বই উপহার দিয়েছে তা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে পেলে সমাধান পাঠিয়ে দিন https://shorturl.at/kLYVN-এই লিংকে। সঠিক সমাধানকারীদের মধ্য থেকে একজন দৈবচয়নের ভিত্তিতে পাবেন বিশেষ পুরস্কার। সমাধান পাঠানোর শেষ সময় ২৫ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:৫৯।
আজ সিয়ামের জন্মদিন। সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বন্ধুরা গিফট নিয়ে এসেছে বাসায়। বন্ধুদের সারপ্রাইজ পেয়ে সিয়াম মহা খুশি। হাসি মুখে বন্ধুদের ঘরে গেল। চার বন্ধু পাশাপাশি সোফায় বসেছে। ইয়ামিন, তিশা, রকি ও উজ্জ্বল—প্রত্যেকের হাতে একটা করে গিফট বক্স। বক্সের মধ্যে কী আছে, তা জানার জন্য সিয়ামের আর তর সইছে না। কিন্তু বক্সে কী উপহার আছে, তা আপনাদের এখনই বলব না। নিজেদের খুঁজে বের করতে হবে। সেজন্য আপনাদের জন্য রইল ১১টি তথ্য। এগুলো ঘেঁটে বের করতে হবে মাত্র একটি প্রশ্নের উত্তর। তাহলে বাকিগুলোও জানা যাবে। উত্তর খুঁজতে তথ্যগুলো দেখে নিন।
১. সবার শেষে আছে ২৫ বছর বয়সী বন্ধু।
২. শেষের জনের ঠিক আগের বন্ধুর বয়স ২৩ বছর।
৩. উজ্জ্বল পড়েছে হলুদ রঙের জামা।
৪. রকি বসেছে প্রথম থেকে দুই জনের পরে।
৫. যে ডায়েরি গিফট করেছে তার বয়স ২৩ বছর।
৬. বেগুনি রঙের জামা পরা বন্ধু দিয়েছে পারফিউম।
৭. সবার শেষে রয়েছে উজ্জ্বল।
৮. সবচেয়ে বয়স্ক বন্ধু হেডফোন গিফট করেছে।
৯. সাদা রঙের জামা পরা ব্যক্তির ডানে কোথাও বসেছে বেগুনি রঙের জামা পরা ব্যক্তি।
১০. সবচেয়ে কম বয়সী বন্ধু বসেছে যেকোনো একপাশে।
১১. বেগুনি রঙের জামা পরা ব্যক্তির পাশে বসেছে ইয়ামিন।
এবার খুঁজে বের করুন তো, জন্মদিনে বই উপহার দিয়েছে কে?
এ ধাঁধা সমাধান করা খুব সহজ। যদিও শুরুতে একসঙ্গে একগাদা তথ্য পড়ে একটু জটিল মনে হয়। কিন্তু কাজটা সহজ করতে চাইলে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে নিতে পারেন।
নাম: রকি, ইয়ামিন, তিশা ও উজ্জ্বল
বয়স: ১৮, ২০, ২৩ ও ২৫ বছর
পোশাকের রং: সাদা, কালো, হলুদ ও বেগুনি
উপহার: হেডফোন, বই, পারফিউম ও ডায়েরি
