কেক পছন্দ করেন কে?

নিচের সমস্যাটি নিজে নিজে সমাধানের চেষ্টা করুন। সমাধান পাঠিয়ে দিন [email protected]এ। সঠিক সমাধানকারীদের মধ্যে থেকে পাঁচজন দৈবচয়নের ভিত্তিতে পুরস্কার হিসেবে পাবেন বিজ্ঞানবিষয়ক বই ও চলতি মাসের বিজ্ঞানচিন্তা। সমাধান পাঠানোর শেষ সময় ১৩ মে ২০২৩, রাত ১১:৫৯। তাহলে হয়ে যাক! 

আইনস্টাইনের ধাঁধার নাম হয়তো অনেকেই শুনেছেন। ইংরেজিতে বলা হয় আইনস্টাইন’স রিডল। প্রচলিত আছে, আইনস্টাইন কিশোর বয়সে এ ধাঁধা তৈরি করেছিলেন। তারপর নিজেই ধাঁধার সমাধান করতেন। যদিও এর কোনো প্রমাণ নেই। কিন্তু ধাঁধাটি আইনস্টাইনের নামেই আজও জনপ্রিয়।

আজকের ধাঁধাটি আইনস্টাইনের ধাঁধা না হলেও অনেকটা সেরকমই। একই নিয়ম মেনে করতে হবে সমাধান। বলা হয়, আইনস্টাইনের ধাঁধা নাকি শতকরা ৯৮ শতাংশ মানুষই ভুল করেন। দেখুন তো, সেরকমই একটি ধাঁধা সমাধান করে আপনি বাকি ২ শতাংশের মধ্যে নিজেকে স্থান দিতে পারেন কি না! 

এ ধাঁধায় একটি পরিবার আছে। এই পরিবারের সদস্য মোট পাঁচজন। মূল পরিবারে আছেন বাবা, মা, ভাই সজীব ও বোন সুমাইয়া। আর মাঝে মধ্যে ফুফু নারগিস বেড়াতে আসেন। তিনিসহ পাঁচ।

তাঁদের শখ, প্রিয় খাবার ও স্বপ্ন সম্পর্কে ১০টি তথ্য দেওয়া হবে আপনাকে সমস্যাটি সমাধানের জন্য। নিচের এ তথ্যগুলো পড়ে আপনাকে দুটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। চলুন, প্রথমে তথ্যগুলো জেনে নিই। 

১. তাঁদের মা প্রতি সোমবার ও বৃহস্পতিবার যোগব্যায়াম করেন।

২. যিনি আইসক্রিম পছন্দ করেন, তাঁর স্বপ্ন প্যারিস যাওয়া।

৩. সুমাইয়া চকলেট খেতে পছন্দ করেন। 

৪. তাঁদের মা শুধু মধু খেতে পছন্দ করেন। 

৫. এই পরিবারে টাকা সংগ্রহের জন্য আলাদা তিনটি বাক্স আছে। এই টাকা দিয়ে তাঁরা তাঁদের স্বপ্ন পূরণ করতে চান। কারও স্বপ্ন কক্সবাজার সমুদ্র ভ্রমণ, কারও নেপালে ঘুরতে যাওয়া এবং কারও স্বপ্ন বিভিন্ন সময়ের স্ট্যাম্প সংগ্রহ করে একটি অ্যালবাম বানানো।

৬. তাঁদের ফুফু নারগিসের বাড়িতে একটি সেলাই মেশিন আছে। তিনি সুমাইয়ার পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার জন্য মেয়েটির শখের একটি জামা তৈরি করে দিয়েছেন। 

৭. সজীব তাঁর বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরেই বিরক্ত হয়ে উঠলেন তিনি। মাছ ধরা বাদ দিয়ে শহরে নানান জায়গায় ঘুরে পুরানো স্ট্যাম্প খুঁজতে লাগলেন। 

৮. সজীব মিষ্টি জাতীয় কোনো খাবার পছন্দ করেন না। 

৯.  তাঁদের পিতামাতা গ্রীষ্মের ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছেন। 

১০. তাঁদের বাবা পরিবারের সবার প্রিয় খাবার নুডলস, চকলেট ও কেক কিনে এনেছেন।

প্রশ্ন হলো, কেক কার প্রিয় খাবার? আর প্যারিস ঘোরার স্বপ্ন কার?

 কানে কানে একটা কথা বলে রাখি। ধাঁধাটা সমাধান করা আসলে খুব কঠিন না। একসঙ্গে অনেকগুলো তথ্য পড়ে একটু জটিল মনে হয়, এই যা। কাজটা সহজ করার জন্য আপনি চাইলে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে নিতে পারেন।

এবারে তাহলে নিজে চেষ্টা করে দেখুন, সমাধান করতে পারেন কি না। সমাধান পাঠিয়ে দিন [email protected]এ। ই-মেইলে সাবজেক্টের যায়গায় লিখুন 'বুদ্ধির ব্যায়াম: কেক পছন্দ করেন কে?' সমাধান পাঠানোর শেষ সময় ১৩ মে ২০২৩, রাত ১১:৫৯। সঠিক সমাধানকারীদের মধ্যে থেকে পাঁচজন দৈবচয়নের ভিত্তিতে পুরস্কার হিসেবে পাবেন বিজ্ঞানবিষয়ক বই ও চলতি মাসের বিজ্ঞানচিন্তা। ই-মেইলে নিজের নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না কিন্তু।