গণিত অলিম্পিয়াডের বাছাই ৩০ ডিসেম্বর

দুই ভাগে মোট চার ক্যাটাগরিতে বাছাই পর্বের পরীক্ষা হবে অনলাইনে। বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নেবে ২১তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে।

গণিত অলিম্পিয়াডের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার। দুই ভাগে মোট চার ক্যাটাগরিতে বাছাই পর্বের পরীক্ষা হবে অনলাইনে। বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নেবে ২১তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে।

সকাল ১০.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান) ও সেকেন্ডারি (নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান) ক্যাটাগরির শিক্ষার্থীদের পরীক্ষা হবে। প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান) ও হায়ার সেকেন্ডারি (একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান) ক্যাটাগরির শিক্ষার্থীদের পরীক্ষা হবে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত। যারা গণিত উৎসব ২০২৩-এ নিবন্ধন করেছে, শুধু তারাই এই বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে।

গণিত উৎসবের লোগো

বাছাই পর্বে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের online.matholympiad.org.bd লিংকে গিয়ে ৬ অঙ্কের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। নিবন্ধনের সময় শিক্ষার্থীরা যে ইমেইল ব্যবহার করেছে, সেই ইমেইলেই গণিত অলিম্পিয়াডের পক্ষ থেকে ইউজারনেম ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে। ইউজারনেম বা পাসওয়ার্ড ভুলে গেলে সেই ইমেইল থেকে দেখে নেওয়া যেতে পারে। প্রয়োজনে পাসওয়ার্ড রিসেটও করা যাবে।

অনলাইনে বাছাই পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে আঞ্চলিক উৎসব। আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিয়ে জাতীয় গণিত উৎসব অনুষ্ঠিত হবে। এই পর্বের বিজয়ী সদস্যরা জাতীয় গণিত ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে। ক্যাম্প শেষে বাছাইকৃতদের নিয়ে গঠিত বাংলাদেশ দল ২০২৩ সালে জাপানের চিবায় অনুষ্ঠেয় ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এর আগে ৭-২৩ ডিসেম্বর পর্যন্ত চলেছে গণিত অলিম্পিয়াডের অনলাইন নিবন্ধন। গণিত অলিম্পিয়াডের বাঁধাধরা কোনো সিলেবাস নেই। বিগত বছরের প্রশ্ন দেখলে সিলেবাসের বিষয়ে ধারণা পাওয়া যাবে। সমস্যাগুলোকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায়—জ্যামিতি, বীজগণিত, সংখ্যাতত্ত্ব, গণনাতত্ত্ব ইত্যাদি।

গণিত অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতা করছে ডাচ্-বাংলা ব্যাংক। এছাড়া প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলার লক্ষ্যে ২০০৩ সাল থেকেই আয়োজিত হচ্ছে গণিত অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে গণিত উৎসব ২০২৩।

গণিত উৎসবের সব খবর পাওয়া যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট—matholympiad.org.bd এবং facebook.com/BdMOC অফি‌সিয়াল ফেসবুক পেজে।