সংখ্যার জগতে ২৫২০ বিভিন্ন কারণে উল্লেখযোগ্য। এটি ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য যতগুলো সংখ্যা আছে, তাদের মধ্যে ক্ষুদ্রতম। কীভাবে আমরা এই ক্ষুদ্রতম সংখ্যা বের করতে পারি? একটি উপায় হলো ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর লসাগু বের করা। অন্যভাবে বলা যায়, আমরা সংখ্যাগুলোর মৌলিক উৎপাদকগুলো প্রথমে বের করি। এদের গুণফলই ২৫২০। এটাই ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলোর লসাগু। ২৫৩০ সংখ্যাটির আরেকটি বৈশিষ্ট্য হলো, এটি ৭! (ফ্যাকটোরিয়াল ৭)–এর অর্ধেক। অর্থাৎ (১×২×৩×৪×৫×৬×৭)/২ = (৫০৪০/২) = ২৫২০। অন্যদিকে সংখ্যাটি ৩ থেকে ৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর ধারাবাহিক গুণফলের সমান। (৩×৪×৫×৬×৭) = ২৫২০।
এখন যদি বলি, ১ থেকে ১১ পর্যন্ত এবং ১ থেকে ১২ পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দুটি কত? এর উত্তর খুব সহজ। যেহেতু ১১ একটি মৌলিক সংখ্যা, তাই ২৫২০–কে ১১ দিয়ে গুণ করলেই হবে। (২৫২০×১১) = ২৭৭২০ সংখ্যাটি ১ থেকে ১১ পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম। এবং যেহেতু ১২ = (২×৬), তাই দ্বিতীয় প্রশ্নের উত্তরও একই। অর্থাৎ ১ থেকে ১২ পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটিও ২৭৭২০।
প্রশ্ন :
তিন অঙ্কের এমন একটি সংখ্যা বের করুন তো, যা একই সঙ্গে পূর্ণ বর্গ এবং পূর্ণ ঘনসংখ্যা?
সংখ্যাটি ৭২৯। মিলিয়ে দেখুন: (২৭×২৭) = ৭২৯ = (৯×৯×৯)। এটাই তিন অঙ্কের একমাত্র ঘনসংখ্যা, যা একই সঙ্গে বর্গসংখ্যাও বটে।
কীভাবে উত্তরটি বের করলাম
এটা বের করার সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে তিন অঙ্কের ঘন সংখ্যাগুলো পর্যবেক্ষণ করলেই আমরা উত্তরটি পাই। এটি তিন অঙ্কের বৃহত্তম ঘনসংখ্যা।