সাদিয়ার বয়স কত

চারটি মেয়ে, চার ধরনের পোশাক, চার ধরনের ঘড়ি। এদের একজন সাদিয়া। তার বয়স কি আপনি বের করতে পারবেন? এ ধাঁধাটি আইনস্টাইনের ধাঁধা না হলেও অনেকটা সেরকমই। একই নিয়ম মেনে করতে হবে সমাধান। বলা হয়, আইনস্টাইনের ধাঁধা নাকি শতকরা ৯৮ শতাংশ মানুষই ভুল করেন। দেখুন তো, সেরকম একটি ধাঁধা সমাধান করে আপনি বাকি ২ শতাংশের মধ্যে নিজেকে স্থান দিতে পারেন কি না! পারলে, সমাধান পাঠিয়ে দিন [email protected]এ। সঠিক সমাধানকারীদের মধ্য থেকে একজন দৈবচয়নের ভিত্তিতে পাবেন বিশেষ পুরস্কার। সমাধান পাঠানোর শেষ সময় ২৯ নভেম্বর ২০২৩, রাত ১১:৫৯। তাহলে হয়ে যাক!

সাদিয়ার প্রতীকী ছবিছবি: সংগৃহীত

আইনস্টাইনের ধাঁধার নাম হয়তো অনেকেই শুনেছেন। ইংরেজিতে বলা হয় আইনস্টাইন’স রিডল। এর আরেকটি নাম আছে। জেব্রা পাজল। কথিত আছে, আইনস্টাইন কিশোর বয়সে এ ধাঁধা তৈরি করেছিলেন। তারপর নিজেই ধাঁধার সমাধান করতেন। যদিও এর কোনো প্রমাণ নেই। কিন্তু ধাঁধাটি আইনস্টাইনের নামেই আজও জনপ্রিয়।

আজকের ধাঁধাটি আইনস্টাইনের ধাঁধা না হলেও অনেকটা সেরকমই। একই নিয়ম মেনে করতে হবে সমাধান। বলা হয়, আইনস্টাইনের ধাঁধা নাকি শতকরা ৯৮ শতাংশ মানুষই ভুল করেন। দেখুন তো, সেরকমই একটি ধাঁধা সমাধান করে আপনি বাকি ২ শতাংশের মধ্যে নিজেকে স্থান দিতে পারেন কি না!

আজকের ধাঁধায় আছে একটি সুইমিং পুল। চারটা মেয়ে পুলের কাছে পাশাপাশি বসে আছে। তারা সাঁতার শিখতে এসেছে। তাদের নাম যথাক্রেম জেরিন, লামিয়া, সাদিয়া ও আফরা। প্রত্যেকে বিভিন্ন রঙের পোশাক পরেছে। পোশাকের রং সবুজ, বেগুনী, সাদা ও হলুদ। তবে কার কোন রঙের পোশাক, তা আপনাকে খুঁজে বের করতে হবে। প্রতেকের হাতে আছে স্মার্টঘড়ি। ঘড়িগুলোর দাম ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার ও ৬ হাজার টাকা। কে কোন ঘড়ি পরেছে তা নিশ্চিত নয়। তাদের বয়সেরও পার্থক্য আছে। বয়স যথাক্রমে ৮ বছর, ৯ বছর, ১১ বছর ও ১৪ বছর। এ সম্পর্কিত ১২টি তথ্য দেওয়া হবে আপনাকে সমস্যাটি সমাধানের জন্য। নিচের এই তথ্যগুলো পরে আপনাকে একটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলুন, প্রথমে তথ্যগুলো জেনে নিই। 

আরও পড়ুন

১. আট বছর বয়সী মেয়েটি বসেছে সবার শুরুতে।

২. সাদিয়া বসেছে সবার শেষে।

৩. ১৪ বছর বয়সী মেয়েটির পাশে বসেছে ১১ বছরের মেয়েটি। 

৪. যে সবুজ পোশাক পরেছে, তার বয়স ১১ বছর। 

৫. তৃতীয় অবস্থানে বসেছে যে, তার ঘড়ির দাম ৪ হাজার টাকা। 

৬. যে সবার শুরুতে বসেছে, তার ঘড়ির দাম ৬ হাজার টাকা

৭.  আফ্রা বসেছে প্রথম জনের পাশে। 

৮. যে সবার শেষে বসেছে, তার ঘড়ির দাম ৫ হাজার টাকা। 

৯. জেরিনের পাশে যে বসেছে, তার পোশাকের রং বেগুনি। 

১০. যে সবুজ পোশাক পরেছে তার ঘড়ির দাম ৩ হাজার টাকা। 

১১. সাদা পোশাক পরেছে যে, তার পাশের মেয়েটির পোশাকের রং বেগুনি। 

১২. যে মেয়েটির বয়স ৮ বছর, তার নাম লামিয়া।   

এখন আপনাকে খুঁজে বের করতে হবে, সাদিয়ার বয়স কত?

আরও পড়ুন

কানে কানে একটা কথা বলে রাখি। ধাঁধাটা সমাধান করা আসলে খুব কঠিন নয়। একসঙ্গে অনেকগুলো তথ্য পরে একটু জটিল মনে হয়, এই যা। কাজটা সহজ করার জন্য আপনি চাইলে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে নিতে পারেন।

নাম: জেরিন, লামিয়া, সাদিয়া ও আফরা 

পোশাকের রং: সবুজ, বেগুনি, সাদা ও হলুদ 

ঘড়ির মূল্য: ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার ও ৬ হাজার

বয়স: ৮ বছর, ৯ বছর, ১১ বছর ও ১৪ বছর