বাংলাদেশের জার্সি পরা ছেলেটি কোন বাড়িতে থাকে

চার বন্ধু, চার ধরনের টি-শার্ট, চার রঙের জুতা আর চার ধরনের জিনিস কিনেছে। এদের মধ্যে বাংলাদেশের জার্সি পরা ছেলেটি কোন বাড়িতে থাকে, তা খুঁজে বের করতে পারবেন? এ ধাঁধাটি আইনস্টাইনের ধাঁধা না হলেও অনেকটা সেরকমই। একই নিয়ম মেনে করতে হবে সমাধান। বলা হয়, আইনস্টাইনের ধাঁধা নাকি শতকরা ৯৮ শতাংশ মানুষই ভুল করেন। দেখুন তো, সেরকম একটি ধাঁধা সমাধান করে আপনি বাকি ২ শতাংশের মধ্যে নিজেকে স্থান দিতে পারেন কি না! পারলে, সমাধান পাঠিয়ে দিন [email protected]এ। সঠিক সমাধানকারীদের মধ্য থেকে একজন দৈবচয়নের ভিত্তিতে পাবেন বিশেষ পুরস্কার। সমাধান পাঠানোর শেষ সময় ১৭ ফেব্রুয়ারি ২০২৪, রাত ১১:৫৯। তাহলে হয়ে যাক!

পলাশ, বিশ্বজিৎ, সোহাগ ও সানি চার বন্ধু। একই গ্রামে তাদের বাস। বাড়িগুলোও পাশাপাশি। শিশুকাল থেকেই এই চার বন্ধুর গলায় গলায় ভাব। মাঝেমধ্যেই দুটি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যায় ঘুরতে। এখন চলছে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। কথিত আছে, এই মেলা ২২০ বছর ধরে চলছে।

চার বন্ধু মেলায় ঘুরতে যাবে। যেই ভাবা সেই কাজ। সন্ধ্যায় তারা মিলিত হলো বাজারের স্ট্যান্ডে। প্রত্যেকে টি-শার্ট পরেছে। কারো টি-শার্টে আছে পাখির ছবি, কারোটায় মাছের। কেউ পরেছে বাংলাদেশের জার্সি। আবার একজনের টি-শার্টে আছে একটি ব্যান্ডের ছবি। তাদের জুতার রংও ভিন্ন। সাদা, কালো, লাল ও নীল। মেলায় গিয়ে প্রত্যেকে কিছু না কিছু কিনেছে। যেমন একজন কিনেছে রুবিকস কিউব, একজন হাতের ব্যাজ। বাকি দুজন কিনেছে ব্যাট ও গিটার। এখন এই চার বন্ধু সম্পর্কে ১১টি তথ্য দেওয়া হবে আপনাকে সমস্যাটি সমাধানের জন্য। নিচের এই তথ্যগুলো পড়ে আপনাকে একটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলুন, প্রথমে তথ্যগুলো জেনে নিই।

১. যে গিটার কিনেছে, সে দ্বিতীয় বাড়িতে থাকে। 

২. লাল জুতা পরা ছেলেটি থাকে প্রথম বাড়িতে। 

৩. রুবিকস কিউব কেনা ছেলেটি শুরু বা শেষের কোনো বাড়িতে থাকে। 

৪. যার টি-শার্টে ব্যান্ডের ছবি, সে থাকে রুবিকস কিউব কেনা ছেলেটির পাশের বাড়িতে। 

৫. সোহাগের বাসা সানির বাসার ঠিক বাঁয়ে। 

৬. নীল জুতা পরা ছেলেটি শুরু বা শেষের কোনো একটি বাড়িতে থাকে। 

৭. লাল জুতা পরা ছেলেটি ভালো ক্রিকেট খেলে। 

৮. পাখি এবং মাছের ছবি সংবলিত ছেলে দুটি থাকে পাশাপাশি বাড়িতে। 

৯. তৃতীয় বাড়িটি বিশ্বজিতের।  

১০. যার টি-শার্টে পাখি আছে, তার পরের বাসায় থাকে ব্যাজ কেনা ছেলেটি। 

১১. সাদা জুতা পরা ছেলেটির গানের গলা দুর্দান্ত।

এখন বলুন তো, বাংলাদেশের জার্সি পরা ছেলেটি কোন বাড়িতে থাকে?

কানে কানে একটা কথা বলে রাখি। ধাঁধাটা সমাধান করা আসলে খুব কঠিন নয়। শুরুতে একসঙ্গে একগাদা তথ্য পড়ে একটু জটিল মনে হয়, এই যা। কাজটা সহজ করার জন্য চাইলে নিচের ছকের মতো একটি ছক বানিয়ে নিতে পারেন।

জুতার রং: কালো, সাদা, নীল ও লাল  

নাম: পলাশ, বিশ্বজিৎ, সোহাগ ও সানি  

টি-শার্টে ছবি: পাখি, মাছ, ব্যান্ড ও জার্সি

মেলায় কিনেছে: রুবিকস কিউব, ব্যাট, গিটার ও হাতের ব্যাজ