সেদিন কী বার ছিল?

মনে করুন, আপনার হঠাৎ জানতে ইচ্ছা করল, ইতিহাসের অমুক দিন ঠিক কী বার ছিল? আপনি তখন কী করবেন? মোবাইলের ক্যালেন্ডার অ্যাপ দেখতে বসে যাবেন? হয়তো বলবেন, ‘না, সরাসরি গুগলে সার্চ দেব!’ কিন্তু যদি এই হিসাবটা গণিত ব্যবহার করে করা যায়, তাহলে কেমন হয়? চলুন, দেখে নিই, কীভাবে এটা করা যায়।

ধরা যাক, আপনি জানতে চান, ১৯৭১ সালের ১০ এপ্রিল কী বার ছিল। তাহলে, আপনাকে যা যা করতে হবে—

১. যে সালের বার নির্ণয় করতে চান, সেই সাল থেকে ১৯০০ বিয়োগ করতে হবে।

সুতরাং, ১৯৭১-১৯০০ = ৭১।

২. এ বিয়োগফলকে ৪ দিয়ে ভাগ করতে হবে।

অতএব, ৭১÷৪ = ১৭.৭৫। এক্ষেত্রে, ভাগফল ১৭, ভাগশেষ ৩ (১৭ কে ৪ দিয়ে গুণ করলে হবে ৬৮। ভাগশেষ থাকে আর ৪)।

৩. এই ভাগফল; ১ নং ধাপের বিয়োগফল; যে তারিখের বার নির্ণয় করতে হবে, সেই তারিখ এবং যে মাসের বার নির্ণয় করতে হবে, সেই মাসের কোড—এই চারটি একসঙ্গে যোগ করতে হবে।

মাসগুলোর কোডটা আমি লিখে দিই—

জানুয়ারি=১, ফেব্রুয়ারি=৪, মার্চ=৪, এপ্রিল=০, মে=২, জুন=৫,

জুলাই=০, আগস্ট=৩, সেপ্টেম্বর=৬, অক্টোবর=১, নভেম্বর=৪, ডিসেম্বর=৬।

তার মানে, আমাদের হিসেবটা হলো, ১৭ (২ নং ধাপের ভাগফল) + ৭১ (১ নং ধাপের বিয়োগফল) +১০ (তারিখ) +০ (মাসের কোড) = ৯৮।

৪. এবারে এই যোগফলকে ৭ দিয়ে ভাগ করতে হবে।

৯৮÷৭ = ১৪। সুতরাং,এখানে ভাগশেষ = ০।

৫. এবার ভাগশেষ ব্যবহার করে বার নির্ণয় করা যাবে। ভাগশেষ ০ = শনি, ভাগশেষ ১ = রবি, ভাগশেষ ২ = সোম, ভাগশেষ ৩ = মঙ্গল, ভাগশেষ ৪ = বুধ, ভাগশেষ ৫ = বৃহস্পতি ও ভাগশেষ ৬ = শুক্র।

এখানে যেহেতু ভাগশেষ ০, তাই ১৯৭১ সালের ১০ এপ্রিল ছিল শনিবার!

বিশ্বাস না হলে এবার ক্যালেন্ডার মিলিয়ে দেখুন!

শেষে আরেকটা কথা বলে রাখা উচিত। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে কোনো তারিখের বার নির্ণয়ের সময় যদি ২ নং ধাপে ভাগশেষ শূন্য হয়, তাহলে একটু ভিন্নভাবে হিসেব করতে হবে। প্রথমে ভাগফল থেকে ১ বিয়োগ করে, তারপর পরের ধাপের যোগফল নির্ণয় করতে হবে। আর সব ঠিক থাকবে।

তাহলে এবার বলুন তো, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কী বার ছিল?

লেখক: একাদশ শ্রেণি, খুলনা পাবলিক কলেজ

সূত্র: ইন্টারনেট