১. শিলার বয়স হবে ৩৭ বছর। কারণ লিলার বয়স ৬ বছর থাকতে শিলার ছিল অর্ধেক, মানে ৩ বছর। তাহলে লিলার বয়সের সঙ্গে শিলার বয়সের পার্থক্য ছিল ৬ - ৩ = ৩ বছর। এখন যেহেতু লিলার ৪০ বছর, তাহলে শিলার বয়স হবে ৪০ - ৩ = ৩৭ বছর।
২. ১ + ২ + ৩ = ৬ এবং ১ × ২ × ৩ = ৬।
৩. ০ + ৪ = ৪ বা ৫ + ৪ = ৯।
বা
৪. দশমিক। তাহলে হবে ৭.৮ যা ৭-এর চেয়ে বড় আবার ৮-এর চেয়ে ছোট।
৫. প্রথমে মনে হয় ডায়েরির দাম ১০০ টাকা আর কলমের দাম ৫০ টাকা। কিন্তু তাতে ডায়েরির দাম কলমের দামের চেয়ে ১০০ টাকা বেশি হয় না। কিন্তু যদি ডায়েরির দাম ১২৫ টাকা আর কলমের দাম ২৫ টাকা হয়, তাহলে কলমের দামের চেয়ে ডায়েরির দাম ১০০ টাকা বেশি হয়।
৬. ৩টি কলমই থাকবে। টেবিলে কয়টি কলব থাকবে তা কিন্তু জিজ্ঞেস করা হয়নি।
৭. ৫ জন। কারণ চার বোনের ভাই একটাই।
৮. পুকুরের অর্ধেক শাপলা ফুটেছিল ২৯ দিনের মাথায়। কারণ, প্রতিদিন ফুল দ্বিগুণ হয়। যদি ৩০তম দিনে পুরো পুকুর ফুলে ভরে যায়, তাহলে তার আগের দিন মানে ২৯তম দিনে নিশ্চয়ই পুকুরের অর্ধেক ফুল ফুটেছিল।
৯. একটাও থাকবে না, কারণ বাকি ৬টি পাখি গুলির শব্দে উড়ে যাবে।
১০. a = ১, b = ২ ও c = ৩ মানে এই ক্রমে z = ২৬। বিড়ালের মান ২৪ মানে cat = ৩ + ১ + ২০ = ২৪। তাহলে হাতির মান, মানে elephant = ৫ + ১২ + ৫ + ১৬ + ৮ + ১ + ১৪ + ২০ = ৯০।