সহজ ১০ গাণিতিক ধাঁধার উত্তর দিয়ে দেখ তো, তুমি কতটা বুদ্ধিমান

লিলার বয়স যখন ৬ বছর ছিল, শিলার বয়স তখন তার অর্ধেক। বর্তমানে লিলার বয়স ৪০ বছর হলে শিলার বয়স কত?

এমন কোন তিনটি অঙ্ক আছে, যেগুলো গুণ করলেও সমাধান যা হবে, যোগ করলেও তাই হবে?

মাত্র একটি ম্যাচকাঠি সরিয়ে কীভাবে এই সমীকরণটি সঠিক প্রমাণ করবে? 

৭ ও ৮-এর মাঝে তুমি এমন কী বসাতে পারো যাতে সংখ্যাটি সাতের চেয়ে বড় এবং আটের চেয়ে ছোট হবে? 

একটি ডায়েরি এবং কলমের দাম ১৫০ টাকা। ডায়েরির দাম কলমের দামের চেয়ে ১০০ টাকা বেশি। তাহলে কলমের দাম কত? 

ধরো, তোমার পড়ার টেবিলে ৪টা কলম আছে। সেখান থেকে তুমি ৩টি কলম নিয়ে নিলে। তাহলে তোমার কাছে আর কয়টি কলম থাকবে? 

আরাফাত রহমানের চার মেয়ে। প্রত্যেক মেয়ের একজন করে ভাই আছে। তাহলে আরাফাত রহমানের মোট সন্তান কত জন? 

একটা পুকুরে কিছু শাপলা ফুল ফুটেছিল। রোজ সকালে শাপলাগুলো ঠিক আগের দিনের দ্বিগুণ হয়। যদি ৩০ দিনের মাথায় পুরো পুকুরটা শাপলা ফুলে ভরে যায়, তাহলে কত দিনের মাথায় পুকুরের অর্ধেক শাপলা ফুটেছিল? 

একটা গাছে ৭টা পাখি বসে আছে। একজন শিকারী এসে একটা পাখিকে গুলি করল। সঙ্গে সঙ্গে একটা পাখি মারা গেল। তাহলে গাছে আর কটা পাখি রইলো?

১০

যদি A = ১, B = ২ এবং C = ৩ হয়, তাহলে বিড়ালের মান ২৪ হয়। একই নিয়মানুসারে হাতির মান কত হবে? 

১১

সমাধান

১. শিলার বয়স হবে ৩৭ বছর। কারণ লিলার বয়স ৬ বছর থাকতে শিলার ছিল অর্ধেক, মানে ৩ বছর। তাহলে লিলার বয়সের সঙ্গে শিলার বয়সের পার্থক্য ছিল ৬ - ৩ = ৩ বছর। এখন যেহেতু লিলার ৪০ বছর, তাহলে শিলার বয়স হবে ৪০ - ৩ = ৩৭ বছর।

২. ১ + ২ + ৩ = ৬ এবং ১ × ২ × ৩ = ৬।  

৩. ০ + ৪ = ৪ বা ৫ + ৪ = ৯।

বা

৪. দশমিক। তাহলে হবে ৭.৮ যা ৭-এর চেয়ে বড় আবার ৮-এর চেয়ে ছোট। 

৫. প্রথমে মনে হয় ডায়েরির দাম ১০০ টাকা আর কলমের দাম ৫০ টাকা। কিন্তু তাতে ডায়েরির দাম কলমের দামের চেয়ে ১০০ টাকা বেশি হয় না। কিন্তু যদি ডায়েরির দাম ১২৫ টাকা আর কলমের দাম ২৫ টাকা হয়, তাহলে কলমের দামের চেয়ে ডায়েরির দাম ১০০ টাকা বেশি হয়। 

৬. ৩টি কলমই থাকবে। টেবিলে কয়টি কলব থাকবে তা কিন্তু জিজ্ঞেস করা হয়নি। 

৭. ৫ জন। কারণ চার বোনের ভাই একটাই।

৮. পুকুরের অর্ধেক শাপলা ফুটেছিল ২৯ দিনের মাথায়। কারণ, প্রতিদিন ফুল দ্বিগুণ হয়। যদি ৩০তম দিনে পুরো পুকুর ফুলে ভরে যায়, তাহলে তার আগের দিন মানে ২৯তম দিনে নিশ্চয়ই পুকুরের অর্ধেক ফুল ফুটেছিল। 

৯. একটাও থাকবে না, কারণ বাকি ৬টি পাখি গুলির শব্দে উড়ে যাবে।

১০. a = ১, b = ২ ও c = ৩ মানে এই ক্রমে z = ২৬। বিড়ালের মান ২৪ মানে cat = ৩ + ১ + ২০ = ২৪। তাহলে হাতির মান, মানে elephant = ৫ + ১২ + ৫ + ১৬ + ৮ + ১ + ১৪ + ২০ = ৯০।