সুডোকু মিলাও, বুদ্ধি বাড়াও

বিশ্বব্যাপী একটি জনপ্রিয় বুদ্ধিবৃত্তিক ধাঁধার নাম সুডোকু। দেহের সুস্থতা ও কর্মক্ষমতা বাড়ানোর জন্য যেমন ব্যায়ামের প্রয়োজন, তেমনি মগজে শান দিতেও প্রয়োজন বিশেষ ধরনের ব্যায়াম বা অনুশীলন। বুদ্ধির ব্যায়াম করতে, নিউরনের কার্যক্ষমতা বাড়াতে কিংবা অলস সময়ে আনন্দের জন্য এই জাপানি ধাঁধা সহায়ক হয়ে উঠতে পারে।

বিজ্ঞানচিন্তার ওয়েবসাইটে সুডোকু মিলিয়ে বুদ্ধির ব্যায়ামের জন্য এই আয়োজন। মিললে বা ভুল হবে বোঝা যাবে। তাহলে চলুন, হারিয়ে যাই সুডোকুর মজার দুনিয়ায়!

সুডোকু সমাধানের নিয়ম

প্রয়োজন: সংখ্যা। শুধু ১-৯ পর্যন্ত সংখ্যা দিয়ে ৮১টি ঘর পূরণ করতে হবে।

উপবর্গ: সম্পূর্ণ সুডোকু নিয়ে একটি বর্গ। এই বর্গটি আবার ৯টি আলাদা উপবর্গ, অর্থাৎ ছোট ছোট বর্গে বিভক্ত। উপবর্গগুলো থাকবে মূল বর্গের ভেতরে।

সারি: ডান থেকে বাঁয়ের ঘরগুলো কলাম।

কলাম: ওপরে-নিচের ঘরগুলো সারি।

ইঙ্গিত: ৮১টি ঘরের মধ্যে যেগুলো সংখ্যা দিয়ে ভরাট থাকবে, সেগুলো ইঙ্গিত বা হিন্টস। ওগুলোর ওপর নির্ভর করেই সুডোকুটি সমাধান করতে হবে।

খোঁজা: সারি, কলাম ও উপবর্গ খুঁজে প্রয়োজনীয় সংখ্যাটি বসাতে হবে।

 সুডোকুর নিয়ম

  • প্রত্যেকটি উপবর্গে ১-৯ পর্যন্ত সংখ্যাগুলো শুধু এবং অবশ্যই একবার বসবে। কোনো সংখ্যা যেমন একাধিকবার বসানো যাবে না, তেমনি ১-৯ পর্যন্ত সংখ্যার মধ্যে কোনোটি বাদও দেওয়া যাবে না।

  • প্রত্যেকটি সারিতে ১-৯ পর্যন্ত সংখ্যাগুলো শুধু এবং অবশ্যই একবার বসাতে হবে।

  • প্রত্যেকটি কলামে ১-৯ পর্যন্ত সংখ্যাগুলো শুধু এবং অবশ্যই একবার বসাতে হবে।

যেভাবে সমাধান করবেন

  • শুরুতে এমন একটা উপবর্গ বাছাই করুন, যেটায় সবচেয়ে বেশি সংখ্যা দেওয়া আছে।

  • এবার ওই উপবর্গ বরাবর সারি ও কলামগুলো খুঁজে দেখুন, কোন সংখ্যাটি নেই।

  • যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে সেটা ফাঁকা ঘরে বসাতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, একই সংখ্যা যেন উপবর্গ, সারি বা কলামে দুইবার না বসে।