সংখ্যাটি কত?

প্রশ্ন :

১০ অঙ্কের (ডিজিটের) এমন একটি সংখ্যা লিখুন, যার প্রথম ডিজিটটি বোঝাবে ১০ অঙ্কের সেই সংখ্যাটিতে কয়টি শূন্য আছে, দ্বিতীয় ডিজিটটি বোঝাবে সেই সংখ্যায় কয়টি ১ আছে, তৃতীয়টি বোঝাবে কয়টি ২, চতুর্থটি বোঝাবে কয়টি ৩...এভাবে ১০ম ডিজিটটি বোঝাবে সেই সংখ্যায় কয়টি ৯ আছে।

৬ ২ ১ ০ ০ ০ ১ ০ ০ ০ । লক্ষ করুন, এ সংখ্যাটির প্রথম ঘরে আছে ৬, শর্ত অনুযায়ী পুরো সংখ্যাটিতে ৬টি ০ থাকতে হবে। গুনে দেখুন ০ আছে ঠিক ৬টি। তেমনি ২য় ঘরে আছে ২, মানে ২টি ১ থাকতে হবে, সেটি আছে। তৃতীয় ঘরে আছে ১, মানে সংখ্যাটিতে ২ থাকতে হবে ১টি। সেটি ঠিকই আছে। এর পরের তিনটি ঘরে আছে ০, মানে সংখ্যাটিতে ৩, ৪ ও ৫ থাকবে না। খুঁজে দেখুন নেই। এরপর ৭ম ঘরে আছে ১, মানে সংখ্যাটিতে ৬ থাকতে হবে ১টি। দেখুন সংখ্যার শুরুতেই সেই ১টি ৬ আছে। বাকি ৮ম, ৯ম ও ১০ম ঘরে আছে ০, মানে সংখ্যাটিতে ৭, ৮ ও ৯ থাকবে না। দেখুন খুঁজে ওগুলো ঠিকই নেই! সুতরাং উত্তরটি ধাঁধার সব শর্ত পূরণ করেছে।

কীভাবে উত্তরটি পেলাম

প্রথমে চিন্তা করলাম, যেহেতু মোট ডিজিটের সংখ্যা ১০, তাই ৪ বা এর চেয়ে বড় কোনো ডিজিট একটির চেয়ে বেশি ঘরে থাকতে পারে না। কারণ, ৪ (বা এর চেয়ে বড় ডিজিট) যদি দুটি ঘরে থাকে, তাহলে অন্তত আটটি ঘর পূরণ হয়ে যাবে। এবং এই ৪ (বা এর চেয়ে বড়) ডিজিটের যেকোনো একটি ০ বরাবর ঘরে বসানো যাবে। এরপর ৪ (বা এর চেয়ে বড় ডিজিট) আর কোনো ঘরে বসানো যাবে না। কারণ, তাহলে ১০টির চেয়ে বেশি ডিজিট হয়ে যাবে। কিন্তু আমাদের মোট ডিজিট তো ১০টি। তাই ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ বরাবর ঘরে খুব বেশি হলে একটি ১ থাকতে পারে এবং বাকি পাঁচটি ঘরে থাকতে হবে ০। অর্থাত্ অন্তত পাঁচটি শূন্য থাকবেই। এর চেয়ে বেশি শূন্য থাকতে পারে কী? প্রথম ঘর বরাবর কোনোভাবেই ০ রাখা যাবে না। যদি সংখ্যাটিতে আট বা নয়টি ০ থাকে, তাহলে অন্তত ৮ ( বা ৯) নম্বর বরাবর ঘরে থাকতে হবে ১। কিন্তু সে ক্ষেত্রে অন্য একটি ঘরে অন্তত একটি ১ থাকতে হবে। তাহলে মোট ডিজিট ১০-এর চেয়ে বেশি হয়ে যাবে। এখন দেখা যাক সংখ্যাটিতে যদি সাতটি শূন্য থাকে তাহলে কী হয়। সে ক্ষেত্রে ০ বরাবর ঘরে ৭ বসাই, তাহলেও আগের যুক্তি অনুযায়ী দেখা যাবে সংখ্যাটি ১০ ডিজিটের বেশি হয়ে যাবে। কিন্তু যদি সংখ্যাটিতে মোট ছয়টি ০ থাকে, তাহলে ০ বরাবর ঘরে ৬ এবং ৬ বরাবর ঘরে ১ বসাতে হবে। এই ১-এর দুই পাশে তিনটি করে ০ বসাই। এরপর ২ বরাবর ঘরে ১ বসাই। তাহলে সংখ্যাটিতে ১ হয়ে যাবে মোট ২টি। এবং এ জন্য ১ বরাবর ঘরে ২ বসালেই সমস্যার সমাধান হয়ে যায়!