গাংনীতে গণিত উৎসব

'গণিতে নেই কোনো ভয়, গণিত দিয়েই হোক বিশ্বজয়' এই স্লোগান সামনে রেখে গাংনী প্রি-ক্যাডেট গণিত ক্লাব কর্তৃক অনলাইন গণিত উৎসব ২০২০ আয়োজিত হয়। গত ৬ আগস্ট অনলাইনে প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হয়।

ফেসবুক লাইভে এই আয়োজনের ফলাফল ঘোষণা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৪ আগস্ট। লাইভে উপস্থিত ছিলেন এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক গাংনী প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম এবং স্কুলটির প্রধান শিক্ষক জালাল আহমেদ। আরও উপস্থিত ছিলেন গাংনী প্রি-ক্যাডেট গণিত ক্লাবের মডারেটর মো. ওমর ফারুক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কো-অর্ডিনেটর আশরাফুল আল শাকুর, ক্লাব সমন্বয়ক আবির শাফী, গাংনী গণিত পরিবারের সাবেক পরিচারক আল আমিন, ভারপ্রাপ্ত সভাপতি তাসনোভা মুরশিদ ও সাধারণ সম্পাদক সাইফ হাসান।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠানের অথিতিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। একেএম শফিকুল আলম বলেন, 'কেবল ভালো অংক করতে শিখলেই হবে না, সঙ্গে সবাইকে বিজ্ঞানমনষ্ক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।'

এই অলিম্পিয়াডে প্রাইমারি ক্যাটাগরিতে পাঁচ জনকে, জুনিয়র ক্যাটাগরিতে সর্বমোট পাঁচ জনকে এবং সেকেন্ডারি ক্যাটাগরির সর্বমোট আট জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রাইমারি, জুনিয়র এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে সেরা করেছে যথাক্রমে তানজিমুল হক, অরিত্র মৃধা এবং ফাহিম আল শাহরিয়ার।

ফলাফল ঘোষণার পর অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

আয়োজনটির ম্যাগাজিন পার্টনার ছিল বিজ্ঞানচিন্তা।