পৃথিবী থেকে সূর্য ১৫ কোটি আলোকবর্ষ দূরে। প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে ওঠার আগেই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছে যায়। সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট সময় লাগে। জানালা দিয়ে সূর্যের এই সাদা আলো দেখা গেলেও সূর্যের আলো কিন্তু সাদা নয়। সাতটি আলাদা আলাদা রঙের মিশ্রণেই তৈরি হয় সাদা আলো। সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদ পুরো প্রাণিজগতের জন্য খাদ্য তৈরি করে। এ পর্বে সূর্যের আলোতে মিশে থাকা রঙিন আলোগুলো খুঁজে বের করার চেষ্টা করব আমরা।
যা যা লাগবে
১. পরিষ্কার কাচের গ্লাস
২. কাঁচি
৩.পরিমাণমতো পানি
৫. কার্ডের মতো শক্ত কাগজ
৬. এনটি কাটার
৭. টেপ
কেন এমন হয়?
সব রঙের বা আলোর তৈরি হয় মৌলিক তিনটি রঙের আলো থেকে—লাল, হলুদ আর নীল। এ ছাড়া আর যেসব রং বা আলো আছে, সেগুলো আসলে এই রংগুলোরই নানা অনুপাতের মিশ্রণ থেকে তৈরি হয়। সূর্যের আলোর ক্ষেত্রেও আমরা একই রকম দেখতে পাই। রংধনুতেও সাতটি রঙের ব্যান্ড থাকে। বিশেষ কোনো মাধ্যম পার হয়ে আসার সময় খুব কম পরিমাণ নির্দিষ্ট রঙের আলোকে বিচ্ছুরণের মাধ্যমে আলাদা করা যায়। আবার কোনো মাধ্যমের সাহায্যে এই আলোগুলোকে এক করা গেলে সাদা আলো পাওয়া যাবে। এ কাজে সবচেয়ে বেশি উপযোগী হলো প্রিজম। সামনের কোনো এক পর্বে আমরা প্রিজম ব্যবহার করে আলোর এই রং বিশ্লেষণ করা সম্পর্কে জানব।