অনুষ্ঠিত হলো ঝটপট কুইজের বিজয়ী বাছাই লটারি। ১২ আগস্ট, মঙ্গলবার বিজ্ঞানচিন্তা কার্যালয়ে লটারির মাধ্যমে অষ্টম থেকে একাদশ পর্বের ৪ জন বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীদের ঠিকানায় শিগগিরই পৌঁছে যাবে একটি করে বই পুরস্কার। এ লটারির সময় উপস্থিত ছিলেন কিশোর আলোর সহকারী সম্পাদক আদনান মুকিত ও সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের, বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার ও সহসম্পাদক কাজী আকাশসহ আরও অনেকে।
এর আগে ৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত মোট চারটি ঝটপট কুইজ প্রকাশ করা হয় বিজ্ঞানচিন্তার ওয়েবসাইটে। প্রতিটি কুইজে কয়েক শ পাঠক অংশগ্রহণ করেন। প্রায় প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন। তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী বাছাই করা হয়েছে। বিজয়ীরা হলেন:
ঝটপট কুইজ ৮
শুভঙ্কর রায়
ঠাকুরগাঁও, রংপুর
ঝটপট কুইজ ৯
আব্দুল্লাহ ফাহিম
গাজীপুর, ঢাকা
ঝটপট কুইজ ১০
শাহ রায়হান রাজ
মৌলভীবাজার, সিলেট
ঝটপট কুইজ ১১
মেঘলা সরকার
নীলফামারী, রংপুর