আমার জানার আগ্রহ বাড়িয়েছে বিজ্ঞানচিন্তা: প্রতীক রসুল

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক ইউনিট’ (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন প্রতীক রসুল। নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের সাবেক এই ছাত্র প্রথম আলোর ‘স্বপ্ন নিয়ে’-তে এক সাক্ষাৎকারে বলেছেন, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো তাঁর জানার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তাঁর চিন্তাধারা ও শেখার পেছনে আছে বিজ্ঞানচিন্তার অবদান।

প্রতীক রসুল কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), গুচ্ছ প্রকৌশল, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পরীক্ষা দিয়েছেন। খুব ভালো ফলাফল করেছেন। বুয়েটে হয়েছেন ৬৬তম। গুচ্ছ প্রকৌশলে দ্বিতীয়। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পঞ্চম। পড়াশোনার জন্য প্রতীক বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগকে বেছে নিয়েছেন। ভবিষ্যতে কী হবেন, তা নিয়ে এখনই ভাবছেন না বলে জানিয়েছেন। বলেছেন, আপাতত পড়াশোনায় মনোযোগ দিতে চান।

প্রতীককে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, পড়াশোনার পাশাপাশি আপনার আগ্রহ কিসে? প্রতীক রসুল উত্তরে বলেন, ‘গণিত অলিম্পিয়াড ও জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা আছে। একাডেমিকের পাশাপাশি অন্যান্য বই পড়ার অভ্যাস আছে। আমি একদম প্রথম সংখ্যা থেকে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার নিয়মিত পাঠক ছিলাম। কিশোর আলোর ছোটগল্প, ‘আমরা সবাই রাজা’, উপন্যাস পড়ার জন্য অপেক্ষা করে থাকতাম। বিজ্ঞানচিন্তায় যা আলোচনা করা হতো—অনেক কিছু বুঝতাম, আবার অনেক কিছু বুঝতাম না। সেই না-বোঝা বিষয় আমার জানার আগ্রহ বাড়িয়ে দিত। আমি মনে করি, আমার চিন্তাধারা ও শেখার ইচ্ছার পেছনে এই ম্যাগাজিন দুটির আলাদা গুরুত্ব আছে।’

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন। সবার মধ্যে প্রথম হয়েছেন তিনি। প্রতীকের মতে, পরিশ্রমের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও জরুরি। পরিশ্রম, দিকনির্দেশনার সঙ্গে আর যে বিষয়টি জরুরি, সেটি হলো ভাগ্য। বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে প্রশ্নের ধরন সম্পর্কে ভালো ধারণা এই সাফল্যে সহযোগিতা করেছে।

প্রতীকের কাছে আরও জানতে চাওয়া হয়েছিল,‘আপনার সাফল্যের পেছনে নিশ্চয়ই অনেকের অবদান আছে?’ উত্তরে প্রতিক বলেছেন, ‘মা-বাবার অবদান নিঃসন্দেহে সবচেয়ে বেশি। এ ছাড়া আমার কিছু বন্ধুবান্ধব সব সময় আমার ওপর আস্থা রেখেছিল। আমি যদি কখনো বলতাম, ‘চান্স পেলেই খুশি।’ ওরা বলত, ‘তুই–ই প্রথম হবি।’

আরও জানতে পড়ুন: বন্ধুরা বলেছিল, ‘তুই-ই প্রথম হবি’

লেখক: একাডেমিক দলের সদস্য, বিজ্ঞানচিন্তা

সূত্র: স্বপ্ন নিয়ে