লাখ টাকার বই বিজয়ী হলেন যারা

বিকাশ-বিজ্ঞানচিন্তা কুইজের বিজয়ী নির্ধারণ করছেন অতিথিরাছবি: দিপু মালাকার
বিজ্ঞানচিন্তার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের জন্য আয়োজিত হয় দুটি বিশেষ কুইজ প্রতিযোগিতা। এর একটি বিকাশ-বিজ্ঞানচিন্তা কুইজ। ছাপা হয়েছিল ১৮ ও ২৪ অক্টোবর প্রথম আলোয় ছাপা সংস্করণে। প্রচুর পাঠক অংশগ্রহণ করেছে এ কুইজে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। বিজয়ীদের অভিনন্দন!

প্রথম বিজয়ী পাবেন ২০ হাজার টাকার বই, দ্বিতীয় বিজয়ী পাবেন ১২ হাজার টাকার বই, তৃতীয় বিজয়ী পাবেন ১০ হাজার টাকার বই। চতুর্থ ও পঞ্চম বিজয়ী পাবেন যথাক্রমে ৫ ও ৩ হাজার টাকার বই। পাশাপাশি আরও ১০০ জনের প্রত্যেকে পাবেন ৫০০ টাকার বই। বিজয়ীদের ঠিকানায় শিগগিরই পৌঁছে যাবে বই ও সনদপত্র।

প্রথম বিজয়ী (২০ হাজার টাকার বই)

নার্গিস আক্তার

গোয়ালন্দ লেন, ঢাকা

দ্বিতীয় বিজয়ী (১২ হাজার টাকার বই)

আতিয়া আলমগীর

সায়েদাবাদ, ঢাকা

তৃতীয় বিজয়ী (১০ হাজার টাকার বই)

তাহমিদ হোসেন

ভোলা কলেজিয়েট স্কুল, ভোলা

চতুর্থ বিজয়ী (৫ হাজার টাকার বই)

মো: শাহরিয়ার

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, ঝালকাঠি

পঞ্চম বিজয়ী (৩ হাজার টাকার বই)

রুপম দস্তিদার

জামাল খান লেইন, চট্টগ্রাম