এমআইটিতে ভর্তির সুযোগ পেলেন আইএমওতে ব্রোঞ্জজয়ী নুজহাত

মারিয়াম মির্জাখানি অ্যাওয়ার্ড ও ব্রোঞ্জপদকজয়ী নুজহাত আহমেদ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নুজহাত আহমেদ। তিনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ব্রোঞ্জপদকজয়ী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে প্রথম স্থানে থাকা এমআইটিতে তাঁর এই সুযোগ প্রাপ্তির খবর জানা গেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের অফিসিয়াল ফেসবুক পেজের সূত্রে।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী পর্বে মঞ্চে নুজহাত আহমেদ

নুজহাত আহমেদ বাংলাদেশ গণিত দল ২০২৩-এর সদস্য হিসেবে জাপানে অনুষ্ঠিত ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৬টি প্রশ্ন সমাধানের জন্য ৪২ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়। ২৪ নম্বর পেয়ে ব্রোঞ্জপদক অর্জন করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুজহাত। পাশাপাশি মারিয়াম মির্জাখানি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি ‘অস্ট্রেলেশিয়া’ অঞ্চলে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নারীকে এ পুরস্কার দেওয়া হয়। প্রথম বাংলাদেশি হিসেবে এই পদক অর্জন করেন তিনি।

বর্তমানে নুজহাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছেন।