হাইড্রোলিক শক্তির কারিকুরি

বিশাল বিশাল ক্রেন থেকে শুরু করে সাইকেলের ব্রেক সামলাতে প্রচলিত একটি প্রযুক্তি হলো হাইড্রোলিক। ছোট্ট পিস্টন ব্যবহার করে ক্ষুদ্র আয়তনের এলাকায় সামান্য চাপ দিলে তার চেয়ে বড় আয়তনে প্রভাব ফেলে। সাধারণত হাইড্রোলিক যন্ত্রে তরল উপাদান ব্যবহার করা হয়। তবে এর মৌলিক শর্তগুলো কিন্তু গ্যাসীয় উপাদানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।

হাইড্রোলিক যন্ত্রগুলোর একটা বিশেষ ছোট চেম্বারে তরল পদার্থ জমা করা হয়। সেই ছোট চেম্বারের সঙ্গে একটি বড় চেম্বারের সংযোগ থাকে। ছোট চেম্বারে কোনো পিস্টন দিয়ে সামান্য চাপ দিলে সেটি বড় চেম্বারের বড় আয়তনে চাপ তৈরি করে। এ ক্ষেত্রে ছোট চেম্বারে কম শক্তি প্রয়োগ করলেও বড় চেম্বারে বেশি প্রভাব ফেলে।