বর্গাকার আপেল, জলহস্তি ও চুল দিয়ে প্লেন টানার রেকর্ড!

জলহস্তী প্রায় ১৮০ ডিগ্রি পর্যন্ত মুখ খুলতে পারেছবি: উইকিপিডিয়া

১. জলহস্তীর মুখে এঁটে যাবে স্পোর্টস কার

জলহস্তী আকারে অন্য অনেক প্রাণীর তুলনায় খাটো হলেও এরা অনেক মোটা ও শক্তিশালী। এদের চোয়াল অনেক বড়। প্রায় ১৮০ ডিগ্রি পর্যন্ত মুখ খুলতে পারে। এদের নিচের চোয়ালের সামনের পাটির দাঁতই হতে পারে প্রায় ৪০ সেন্টিমিটার, অর্থাৎ ১ ফিট ৪ ইঞ্চির মতো। তাহলেই বুঝুন, কত বড় হাঁ করতে পারে এরা! ডরলিং কিন্ডার্সলি বা ডিকের তথ্যমতে, এই হাঁ-এর মধ্যে অনায়েসে ঢুকে যেতে পারে গড়পড়তা একটি স্পোর্টস কার। 

২. পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে লাগবে মাত্র ১৯ মিনিট

পৃথিবীর উত্তর মেরু থেকে গর্ত করে কেন্দ্রে পৌঁছাতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট। তবে সে জন্য আপনাকে ৬ হাজার ৩৭১ কিলোমিটার গর্ত খুঁড়তে হবে। আর পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দূরত্ব প্রায় ১২ হাজার ৭১৩ কিলোমিটার। 

৩. জন্মদিন মিলে যাওয়া

এক জায়গায় ২৩ জন মানুষ থাকলে সম্ভাবনা আছে এর মধ্যে অন্তত ২ জনের জন্মদিন একই দিনে হবে। জন্মদিন মিলে যাওয়ার এ সম্ভাবনা ৫০ শতাংশের বেশি। আর যদি ৫৭ জন মানুষ থাকেন এক জায়গায়, তাহলে দুজনের জন্মদিন মিলে যাওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়ায় ৯৯.০১ শতাংশ। ৭০ জনের ক্ষেত্রে এ সম্ভাবনা ৯৯.৯২ শতাংশ।

৪. চুল দিয়ে প্লেন টানার রেকর্ড

আপনার চুল দিয়ে একটা টেবিল এক জায়গা থেকে অন্যত্র সরাতে পারবেন? মালয়েশিয়ার রামাসামি লেচেমানাহ নামে এক ব্যক্তি ১৯৯০ সালে চুল দিয়ে ‘বোয়িং ৭৩৭’ বিমান টেনে বিশ্বরেকর্ড গড়েছিলেন। বিমানটির দৈর্ঘ্য ছিল ৫৬ ফিট বা ১৭ মিটার। তাঁর মেয়ে তো আরও একধাপ এগিয়ে। ২০০২ সালে তিনি চুলে বেঁধে একটা ট্রাক টেনে বাবার রেকর্ড ভেঙে দেন। 

৫. বর্গাকার আপেল

আপেল প্রায় গোলাকার—এ কথা সবার জানা। কিন্তু এই গোল আপেল প্যাকেট করতে সমস্যা হয়। জায়গা বেশি লাগে। তাই কোরিয়ায় কিছু বর্গাকার আপেল উৎপাদন করা হয়। ছোট থাকা অবস্থায় বর্গাকার প্ল্যাস্টিকের ছাঁচে ফেলে উৎপাদন করা হয় এ ধরনের বর্গাকার আপেল। ফলে প্যাকেজিংয়ে সুবিধা হয়। 

৬. পৃথিবীর ব্যাসের চেয়ে লম্বা ইন্টারনেটের জগৎ

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বা পুরো ইন্টারনেটের জগৎকে এ-ফোর (A4) সাইজ কাগজে লিখতে প্রায় ১ হাজার ৩৬০ কোটি পাতা লাগবে। আর এই পাতাগুলো একটার ওপর একটা সাজিয়ে রাখলে যে দৈর্ঘ্য হবে, তা হবে পৃথিবীর ব্যাসের চেয়ে বেশি লম্বা।

৭. পেন্সিল দিয়ে টানা যাবে ৫৬ কিলোমিটার লম্বা দাগ

পেন্সিলের শিষ তৈরি হয় গ্রাফাইট দিয়ে, যা আসলে এক ধরনের কার্বন। একটা পেন্সিল দিয়ে সোজা দাগ টেনে গেলে প্রায় ৫৬ কিলোমিটার দাগ টানতে পারবেন। মানে গুলিস্তান থেকে প্রায় পদ্মা ব্রিজ পর্যন্ত। অথবা প্রায় ৪৫ হাজার শব্দের একটা ঢাউস উপন্যাস লিখে ফেলতে পারবেন একটা পেন্সিল দিয়েই।

সূত্র: ডিকে ডটকম ও কস ডটনেট