ডাইনোসরের কাহিনি নিয়ে বিজ্ঞানচিন্তা

বিজ্ঞানচিন্তার জানুয়ারি ২০২৪ সংখ্যা

ডাইনোসর। নামের অর্থ, ভয়ংকর সরীসৃপ। প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত তারা। ডাইনোসরের ফসিল প্রথম আবিষ্কার করেছিল প্রাচীন চীনারা। তাদের কল্পনায় ডাইনোসর হয়ে ওঠে কল্পনার ড্রাগন। অনেক পরে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে কল্পনার পর্দা সরিয়ে উঠে এসেছে বাস্তবতা। ফসিলে লেখা ইতিহাস খুঁড়ে তাঁরা বের করেছেন ডাইনোসর নামের বিচিত্র সেই প্রাণীর স্বরূপ। তাঁদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা জানি, প্রাচীন পৃথিবীর কল্পনার চেয়ে বিস্ময়কর এই প্রাণীরা কেমন ছিল। মাংসাশী ভয়ংকর দানব থেকে নিরীহ তৃণভোজী—নানা ধরনের ডাইনোসরের সেই সবুজ পৃথিবীতে আকাশ ফুঁড়ে নামে বিশালাকার এক গ্রহাণু। বিলুপ্ত হয়ে যায় এসব প্রাণী। এ রকম পাঁচটি গণবিলুপ্তি দেখেছে পৃথিবী। সেই সব গণবিলুপ্তি ও ডাইনোসরের রোমাঞ্চকর জীবনাখ্যান নিয়ে আসছে বিজ্ঞানচিন্তার জানুয়ারি ২০২৪ সংখ্যা।

মহাকাশের অসীম শূন্যতায় ধুলা ও গ্যাসের মেঘে মেঘে দেখা যায় মুগ্ধকর বর্ণিলতা। নীহারিকার এই বর্ণিল রঙের পেছনের বিজ্ঞান নিয়ে থাকছে ফিচার। পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন-নিউট্রন। এসব কণার গাঠনিক একক কোয়ার্ক। কীভাবে এই কোয়ার্ক আবিষ্কৃত হলো, জানা যাবে এ সংখ্যায়।

বিজ্ঞানচিন্তার জানুয়ারি ২০২৪ সংখ্যার প্রচ্ছদ

সিলেটে আবিষ্কৃত হয়েছে তেলের খনি। মাটির নিচে মূল্যবান এসব খনিজ গঠিত হয় কীভাবে? বাংলাদেশে কী ধরনের খনিজ পাওয়া যাবে? কেন সেভাবে পাওয়া যায় না স্বর্ণ বা রূপা?

২০২৩ সাল পেরিয়ে আমরা পা রেখেছি ২০২৪-এ। গত বছর বিজ্ঞানের জগতে ঘটে গেছে বেশ কিছু বিপ্লব। কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার দেখছে বিশ্ব। কোয়ান্টাম কম্পিউটিংয়ে উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালিয়েছে ভারত। প্রাণীর মস্তিষ্কের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি হয়েছে, আপেক্ষিকতা ও কোয়ান্টাম বলবিদ্যার সমন্বয়ের পথে এগিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানচিন্তার চোখে বছরজুড়ে আলোচিত এরকম ১০ গবেষণা কথা থাকছে এ সংখ্যায়। সেই সঙ্গে থাকছে বিভিন্ন গ্রহে দিনের দৈর্ঘ্য, মহাবিশ্বের প্রাচীনতম কৃষ্ণগহ্বর সন্ধানের কাহিনি।

জানুয়ারিতে আমাদের কালের নায়ক স্টিফেন হকিংয়ের জন্মদিন। এ নিয়েও থাকছে বিশেষ আয়োজন। থাকছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরীর সাক্ষাৎকার। শীতে কাঁপি কেন, কেমোথেরাপির বিজ্ঞানসহ থাকছে কার্যকারণ, পাঠকের প্রশ্ন, বইপত্র, বিজ্ঞান রম্য, ছড়ার মতো নিয়মিত সব আয়োজন তো থাকছেই।

বিজ্ঞানচিন্তার এ সংখ্যা বাজারে আসবে আগামী ১৫ জানুয়ারি। বৈচিত্রপূর্ণ এ আয়োজন আশা করা যায় বিজ্ঞানপ্রেমীদের হতাশ করবে না।

কীভাবে সংগ্রহ করবেন বিজ্ঞানচিন্তা

সারা দেশের যেকোনো প্রান্তে বিজ্ঞানচিন্তা হাতে পেতে চাইলে সাবস্ক্রিপশন করে নিতে হবে। অথবা নিজ এলাকার হকারকে বলে রাখতে পারেন। কিংবা পত্রিকা স্টলগুলোতে খুঁজলেও পাবেন। তা ছাড়া বিজ্ঞানচিন্তা ঘরে বসেই অর্ডার করতে পারবেন prothoma.com-এ। জানুয়ারি ২০২৪ সংখ্যা অর্ডার করতে ক্লিক করুন: https://www.prothoma.com/product/37591/bigganchinta-january-2024

সাবস্ক্রিপশন ফর্ম

যেভাবে করবেন সাবস্ক্রিপশন

সাবস্ক্রিপশনের জন্য ফোন দিতে পারেন নিচের নম্বরে: ০১৭০৮৪১১৯৯৬। এ ছাড়াও প্রতি মাসের বিজ্ঞানচিন্তায় সাবস্ক্রিপশন ফর্ম ছাপা হয়। ফর্ম পূরণ করে পাঠাতে পারেন বিজ্ঞানচিন্তার ঠিকানায়।

এক বছরের সাবস্ক্রিপশন ফি ৬০০ টাকা। তবে এ ক্ষেত্রে ১৪ মাসের বিজ্ঞানচিন্তা পাওয়া যাবে। দুই মাস ফ্রি! আর ছয় মাসের সাবস্ক্রিপশন ফি ৩০০ টাকা। এ ক্ষেত্রে ৭ মাসের বিজ্ঞানচিন্তা পাওয়া যাবে। অর্থাৎ এক মাস ফ্রি!

এ ছাড়াও রয়েছে ই-বিজ্ঞানচিন্তা। অনলাইনে ঠিক ছাপা সংস্করণের মতো বিজ্ঞানচিন্তা পড়তে দেখুন—e-prothomalo.com।