নতুন মৌল আবিষ্কার কি সম্ভব?

অবশ্যই সম্ভব! জানা মৌলগুলোর মাঝে জোরালো সংঘর্ষ ঘটিয়ে নতুন মৌল তৈরি করা হয়। যেমন আন আনঅক্টিয়াম, যেটা প্রথম শনাক্ত হয় ২০০২ সালে, সম্প্রতি এটি মৌল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি তৈরি হয়েছে প্রায় আলোর গতিতে ছোড়া ৪০ কুইন্টিলিয়ন ক্যালসিয়াম নিউক্লিয়াস আর ক্যালিফোরনিয়াম পরমাণুর সংঘর্ষে। এ সংঘর্ষে তিনটি আন আনঅক্টিয়াম পরমাণু তৈরি হয়। তৈরির এক মিলিসেকেন্ডের মাঝেই এরা ক্ষয়প্রাপ্ত হয়ে তেজস্ক্রিয় বিকিরণে পরিণত হয়। যে গবেষণাগারে আন আনঅক্টিয়াম তৈরি হয়েছিল, সেখানে ইতিমধ্যেই নতুন সংঘর্ষ ঘটিয়ে নতুন মৌল যুক্ত করার কাজ চলছে।

লেখক: শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ

সূত্র: বিবিসি