কী আছে বিজ্ঞানচিন্তা জুন ২০২৩ সংখ্যায়?

মহাবিশ্বের আনাচে-কানাচের অনেক রহস্যই এখন মানুষের জানা। দূর মহাকাশের কৃষ্ণগহ্বর কিংবা প্রায় ১ হাজার তিনশ কোটি বছর অতীত মহাবিশ্বের কাহিনি—কত কিছুই তো বের করেছেন বিজ্ঞানীরা গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে। কিন্তু পৃথিবীর সাগর-মহাসাগরের তলে জমে আছে কত-শত রহস্য—তার সামান্যই জানতে পেরেছে মানুষ। অচেনা এক জগৎ সেটা। সেই জগৎ নিয়ে মানুষ জানতে শুরু করেছে মহাকাশবিজ্ঞানচর্চা শুরুর প্রায় ১০০ বছর পর। এখন আমরা জানি, সমুদ্রের গহিনতম স্থানটির নাম চ্যালেঞ্জার ডিপ। মারিয়ানা ট্রেঞ্চের একটি খাদ এটি। সেখানেও রয়েছে বিচিত্র সব উদ্ভিদ ও প্রাণী। তবে এখনো সাগরতলের বড় একটি অংশ আমাদের কাছে রয়ে গেছে অজানাই।

গত ৮ জুন ছিল বিশ্ব মহাসাগর দিবস। সে উপলক্ষ্যে এবারের বিজ্ঞানচিন্তার মলাট সাজানো হয়েছে সাগরতলের বিচিত্র জগৎ নিয়ে। মানুষ কীভাবে সমুদ্রের অতল জলরাশির নিচে ডুব দিয়ে অজানা সেই জগতের খোঁজ পেল, সেখানে কী ধরনের প্রাণী থাকে, বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবালদ্বীপের জীববৈচিত্র্য—এসব নিয়েই বিজ্ঞানচিন্তার এ সংখ্যার মলাট কাহিনি।

শিগগিরই বাজারে আসছে বিজ্ঞানচিন্তা জুন ২০২৩ সংখ্যা

বিজ্ঞানী এনরিকো ফার্মি ট্রান্স–ইউরেনিয়াম মৌল আবিষ্কার করে নোবেল পেয়ে গেলেন। পরে জানা গেল, তাঁকে নোবেল দেওয়া হয়েছে ভুল করে! তাঁর আবিষ্কৃত জিনিসগুলো আসলে নতুন মৌল নয়। রোমাঞ্চকর এক কাহিনি।

বিজ্ঞানীরা বলছেন, এল নিনো আসছে। এ বছর হতে পারে ইতিহাসের অন্যতম উষ্ণ বছর। কিন্তু এই এল নিনো কী?

সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, বাংলাদেশের সাত প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, আরও পাঁচটি বিপদাপন্ন। এসব উদ্ভিদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্ভিদপ্রেমীরা এ লেখায় জানতে পারবেন বাংলাদেশের উদ্ভিদ জগতের বর্তমান অবস্থা।

মহাকর্ষের বেগ কি আলোর বেগের সমান, কম, নাকি বেশি? করোনায় আক্রান্ত ব্যক্তিদের স্বাদহীনতা ও অন্যান্য উপসর্গের পেছনে কোন অণুজীব দায়ী? কিছু শিশুর জন্য লিচু কেন ঝুঁকিপূর্ণ? এরকম নানা প্রশ্নের জবাব নিয়ে থাকছে ফিচার। জানতে পারবেন দেশের প্রথম জলহস্তীর কঙ্কালের কথা। চিকিৎসাবিজ্ঞানের নতুন দিগন্ত—মাইক্রোরোবট। ক্ষুদে যে রোবটের দল রোগীর দেহের যেকোনো প্রান্তে পৌঁছে দেবে প্রয়োজনীয় ওষুধ।

বিজ্ঞানচিন্তা জুন ২০২৩ সংখ্যার প্রচ্ছদ

শুধু ফিচার নয়, রয়েছে ইনফোগ্রাফও। রয়েছে নিয়মিত আয়োজন—আহসান হাবীবের লেখা বিজ্ঞান রম্য, আব্দুল কাইয়ুমের বিজ্ঞান কমিক, বিজ্ঞান কল্পগল্প, ছড়া, বইপত্র, সুডোকু, ডাকবাক্স, কার্যকারণ, পাঠকের প্রশ্নোত্তরসহ নিয়মিত সব আয়োজন!

তবে বিজ্ঞানচিন্তার এ সংখ্যায় নিয়মিত আয়োজনের বাইরে পাঠকের জন্য থাকছে ‘একটু বিশেষ কিছু’।

বুদ্ধির ব্যায়াম আছে, জবাব পাঠালে পাওয়া যাবে পুরস্কারও! নাম তার আইনস্টাইনের ধাঁধা। বলা হয়, এ ধরনের ধাঁধা বানিয়েছিলেন মহান এই বিজ্ঞানী কৈশোরে। মাত্র দুই শতাংশ মানুষ নাকি এর সঠিক জবাব দিতে পারেন। এ সুযোগে পাঠক যাচাই করে নিতে পারবেন নিজেদের, আর পুরস্কার তো বোনাস!

বিশেষ আয়োজন হিসেবে থাকছে অপটিক্যাল ইলিউশন—দৃষ্টিবিভ্রম। স্থির ছবি নড়তে থাকবে, অদ্ভুত জ্যামিতিক আকৃতি চমকে দেবে মস্তিষ্ককে! এত সব আয়োজন নিয়েও বিজ্ঞানচিন্তার দাম সেই ৫০ টাকাই। পাবেন হকারের কাছে, পত্রিকার দোকানে। আর ঘরে বসেও সংগ্রহ করা যাবে প্রথমা ডট কম থেকে। লিংক: https://www.prothoma.com/product/35186/biggan-chinta-june-2023

আর যাঁরা গ্রাহক হতে চান, ০১৭০৮৪১১৯৯৬ নম্বরে যোগাযোগ করুন। প্রতিমাসে আপনার কাছে পৌঁছে যাবে বিজ্ঞানচিন্তা।