৫০ হাজার টাকার বই বিজয়ী হলেন যারা

রকমারি-বিজ্ঞানচিন্তা কুইজের বিজয়ী নির্ধারণ করছেন অতিথিরাছবি: দিপু মালাকার
বিজ্ঞানচিন্তার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের জন্য আয়োজিত হয় দুটি বিশেষ কুইজ প্রতিযোগিতা। এর একটি রকমারি-বিজ্ঞানচিন্তা কুইজ। ছাপা হয়েছিল বিজ্ঞানচিন্তার অক্টোবর ২০২৩ সংখ্যায়। প্রচুর পাঠক অংশগ্রহণ করেছে এ কুইজে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। বিজয়ীদের অভিনন্দন!

প্রথম বিজয়ী পাবেন ১২ হাজার টাকার বই, দ্বিতীয় বিজয়ী পাবেন ৮ হাজার টাকার বই, তৃতীয় বিজয়ী পাবেন ৫ হাজার টাকার বই। পাশাপাশি আরও ৫০ জনের প্রত্যেকে পাবেন ৫০০ টাকার বই। এছাড়া প্রথম তিনজন পাবেন অন্যরকম বিজ্ঞানবাক্স। বিজয়ীদের ঠিকানায় শিগগিরই পৌঁছে যাবে বই।

প্রথম বিজয়ী (১২ হাজার টাকার বই + বিজ্ঞানবাক্স)

মনিররুজ্জামান মুনির

মোহাম্মদী  হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর

দ্বিতীয় বিজয়ী (৮ হাজার টাকার বই + বিজ্ঞানবাক্স)

তারান্নুম বিনতে জামান

হাফরাস্তা , নাটোর

তৃতীয় বিজয়ী (৫ হাজার টাকার বই + বিজ্ঞানবাক্স)

সাইফ মোহাম্মদ

টাঙ্গাইল সদর , টাঙ্গাইল