চাবি কীভাবে কাজ করে

একটি সাধারণ যন্ত্র কীভাবে আপনার ঘরের আসবাব নিরাপদে রাখে?

যুগ যুগ ধরে মানুষের ঘড়বাড়ির সুরক্ষা দিচ্ছে তালা। ঘরের বাইরে বের হলে তালাই আমাদের ঘর পাহারা দেওয়ার কাজ করে। আমরাও ঘরের দরজায় একটি তালা ঝুলিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকি। হঠাৎ কিন্তু এই তালা আবিষ্কার হয়নি। প্রাচীনকালে মিসরে প্রথম তালার ব্যবহার শুরু হয়। তবে সে তালাচাবি ছিল কাঠের। কেননা, তখনো লোহা আবিষ্কার হয়নি। এরপর শতসহস্র বছর ধরে একটু একটু করে এর উন্নতি হয়েছে। কাঠের পরিবর্তে এখন লোহার তালা ঝুলছে দরজায়। পাশাপাশি বৈদ্যুতিক তালার ব্যবহারও দেখা যায়। কিন্তু তালার মধ্যে চাবি প্রবেশ করালেই কীভাবে তালাটি খুলে যায়? অথবা ভুল চাবি প্রবেশ করলেও কেন তালা খোলে না? এসব প্রশ্নের উত্তর জানতে পিন-টাম্বলার তালাটি দেখুন।

চাবি যেভাবে কাজ করে
বাজারে পাওয়া যায় টাইল নামের একটি নতুন প্রযুক্তি।

চাবি হারিয়ে যাওয়ার ভয়?

একটি ব্রিটিশ বিমা সংস্থা অনুমান করছে, একজন মানুষ সারা জীবনে গড়ে ৩ হাজার ৬৮০ ঘণ্টা ব্যয় করে শুধু স্মার্টফোন বা চাবির মতো ছোটখাটো জিনিস খুঁজতে। আপনার সময় বাঁচানোর জন্য বাজারে টাইল নামের একটি গ্যাজেট এনেছে এক নতুন প্রযুক্তি। বর্গাকার প্লাস্টিকের মতো দেখতে এই যন্ত্রটি সহজেই আপনার মূল্যবান জিনিস খুঁজে দেবে। এ জন্য যন্ত্রটিতে বসানো হয়েছে একটি ব্লুটুথ ট্র্যাকিং ডিভাইস। আপনার মূল্যবান জিনিসটিকে এই টাইলের সঙ্গে জুড়ে দিতে হবে। এরপর মোবাইলে থাকা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে হবে টাইলের ব্লুটুথের সঙ্গে। এখন বাজারের প্রায় সব মুঠোফোনেই ব্লুটুথ থাকে। ফলে টাইলের থাকা জিনিসটি যদি আপনি খুঁজে না পান, তাহলে মুঠোফোন থেকে সিগন্যাল পাঠালে টাইলটি শব্দ করে উঠবে। আবার ধরুন টাইলসহ চাবির রিংটি আপনার হাতে আছে। কিন্তু মুঠোফোনটি হারিয়ে গেছে। থাকলেও চিন্তার কিছু নেই। টাইলে থাকা বোতাম টিপলে মুঠোফোনটি বেজে উঠবে। মুঠোফোনটি বন্ধ থাকলেও হালকা শব্দ হবে। এ জন্য হারিয়ে যাওয়া যন্ত্রটি অবশ্য ৩০ মিটারের মধ্যে থাকতে হবে। এতে ব্যবহার করা হয়েছে রেডিও তরঙ্গ।

সূত্র: হাউ ইট ওয়ার্কস