বিজ্ঞান কুইজ
সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজ: প্রাথমিক পর্বে বিশেষ বিবেচনায় নির্বাচিত হলেন যাঁরা
সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজের অনলাইন পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে গত ২৮ অক্টোবর, সোমবার। এতে প্রাথমিকভাবে দুই লেভেল থেকে মোট ১০০ জন নির্বাচন করা হয়েছে। প্রতি লেভেল থেকে নির্বাচিত হয়েছেন ৫০ জন। এ ছাড়াও প্রতিটি লেভেলে আরও ১০ জনকে বিশেষ বিবেচনায় নির্বাচন করা হয়েছে। তাঁদের নাম প্রকাশিত হলো আজ। (বিশেষ বিবেচনায় নির্বাচিতদের নামের তালিকা নিচে দেওয়া হলো।)
বিশেষভাবে নির্বাচিত এই প্রতিযোগীরাও আগামী ২ নভেম্বর, শনিবার রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। এই পর্বে সরাসরি পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপে একটি লিখিত কুইজ ও দ্বিতীয় ধাপে মৌখিক কুইজের মাধ্যমে নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ী। ভেন্যুর পূর্ণ ঠিকানা: নওয়াব আলী অডিটরিয়াম, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, হাউস: ৯৬, রোড: ১১/এ, ধানমন্ডি, ঢাকা। (গুগল ম্যাপ লোকেশন: maps.app.goo.gl/Az2VDdvuqLgBkwwVA)
চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্য থেকে সেরাদের সেরা পাবেন একটি লাখ টাকা দামের টেলিস্কোপ। পাশাপাশি সেরা তিনজনের জন্য থাকবে গ্র্যান্ড প্রাইজ, সায়েন্স কিট ও সার্টিফিকেট এবং পরের ১৭ জনের জন্য থাকবে সায়েন্স কিট ও সার্টিফিকেট। এ ছাড়া সেরা ১০০ জনের সবাই পাবেন গ্যোটে গুডিজ, গ্যোটে-ইনস্টিটিউট ফ্রি লাইব্রেরি মেম্বারশিপ কার্ড ও বিজ্ঞানচিন্তা।
গত ১৫ অক্টোবর, মঙ্গলবার থেকে শুরু হয় এ কুইজের অনলাইন পর্ব। শেষ হয় ২৫ অক্টোবর, শুক্রবার। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা দুটি বিভাগে ভাগ হয়ে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ১৩ থেকে ১৮ বছর বয়সীরা (৭ম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা) অংশ নিয়েছে লেভেল ১-এ। আর ১৯ থেকে ২৪ বছর বয়সীরা (বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা) লেভেল ২-এ অংশ নিয়েছে।
এ কুইজ আয়োজিত হচ্ছে ‘সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪’-এর অংশ হিসেবে। ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশে উদ্যাপিত এই ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে গ্যোটে-ইনস্টিটিউট বাংলাদেশ এবং এর সহযোগী স্কুল ও প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে। ১ অক্টোবর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হচ্ছে এই উৎসব। উৎসবের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, ‘নেট জিরো এবং সার্কুলার ইকোনমি’। এ উৎসবে দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে ৬টি বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক দর্শক উপভোগ করতে পারেন। এই উৎসবের অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে ‘সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ বিজ্ঞান কুইজ’।
সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এর লোকাল পার্টনার হিসেবে আরও আছে অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই), কিশোর বাতায়ন (কানেক্ট), আলোকিত হৃদয় ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন, নেটজ বাংলাদেশ, পাশ-স্কুলস: পার্টনারস ফর দ্য ফিউচার, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (ইএসএস), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল (ওআইএস) এবং মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল ইন চিটাগং।
লেভেল ১-এ বিশেষ বিবেচনায় নির্বাচিত ১০ জনের তালিকা
১. মাইশা
জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর
২. মোসাম্মৎ মাইশা খাতুন
জাগো ফাউন্ডেশন স্কুল, রংপুর
৩. সুমাইয়া আক্তার
জাগো ফাউন্ডেশন স্কুল, ঢাকা
৪. আমেনা আক্তার রোজ
আলোকিত হৃদয় স্কুল, গাজীপুর, ঢাকা
৫. কুলসুম আক্তার আদুরি
জাগো ফাউন্ডেশন স্কুল, ঢাকা
৬. সাবিনা আক্তার রোদেলা
জাগো ফাউন্ডেশন স্কুল, ঢাকা
৭. লাম আক্তার রোজা
জাগো ফাউন্ডেশন স্কুল, ঢাকা
৮. আদিব হাসান
আলোকিত হৃদয় স্কুল, গাজীপুর, ঢাকা
৯. রাবেয়া
আলোকিত হৃদয় স্কুল, গাজীপুর, ঢাকা
১০. কল্প অনুপম রয়
রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়
লেভেল ২-এ বিশেষ বিবেচনায় নির্বাচিত ১০ জনের তালিকা
১. সাদিয়া পারভেজ
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
২. মো. সানি রহমান
সরকার সফর আলী কলেজ
৩. জান্নাতুল ফেরদৌস জুঁই
ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
৪. মো. মাহফুজুর রহমান
নর্থ সাউথ ইউনিভার্সিটি
৫. কাজী সাফায়েত হোসেন
নর্থ সাউথ ইউনিভার্সিটি
৬. মোঃ আরমান খান ওভি
সরকারি তিতুমীর কলেজ
৭. মোঃ ইয়াছিন আরাফাত
শহিদ সোহরাওয়ার্দী কলেজ
৮. মেহেদী রাহাত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৯. ঐশী চক্রবর্তী
হলি ক্রস কলেজ
১০. আশিক নেওয়াজ আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়