প্রিয় পাঠক, খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে বিজ্ঞানচিন্তার বিশেষ সংখ্যা। আপনার জন্য এতে রয়েছে বিশেষ আয়োজন। বিজ্ঞানচিন্তার এই পথচলায় আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত। এ সংখ্যার জন্য লিখে পাঠান আপনার সুচিন্তিত মতামত, অণুকল্পবিজ্ঞান কিংবা যেকোনো জিজ্ঞাসা। বাছাইকৃত লেখাগুলো প্রকাশিত হবে বিজ্ঞানচিন্তার ছাপা সংস্করণ ও অনলাইনে। আর সেরা লেখার জন্য বিশেষ পুরস্কার তো থাকছেই!
লেখা পাঠাতে পারেন ৪টি ক্যাটাগরিতে
১. মতামত / চিঠিপত্র : সর্বোচ্চ ২০০ শব্দে লিখে পাঠান আপনার সুচিন্তিত মতামত, সমালোচনা, পর্যালোচনা, যেকোনো চাওয়া, প্রিয় স্মৃতি ইত্যাদি।
২. ফিচার: সর্বোচ্চ ৪০০ শব্দে লিখে পাঠান আকর্ষণীয় ফিচার। আপনার লেখাই হয়তো আগ্রহী করে তুলবে ভবিষ্যতের কোনো বিজ্ঞানীকে।
৩. অণুকল্পবিজ্ঞান : সর্বোচ্চ ২৫০ শব্দে লিখে পাঠান ছোট্ট কলেবরের কল্পবিজ্ঞান, তাক লাগিয়ে দিন সবাইকে।
৪. বিজ্ঞানবিষয়ক যেকোনো জিজ্ঞাসা : প্রতিদিন কত প্রশ্নই তো আসে আপনার মাথায়, মেলে না উত্তর। আপনার যেকোনো বিজ্ঞানবিষয়ক প্রশ্ন পাঠিয়ে দিন আমাদের কাছে।
শর্তাবলি
১. লেখা হতে হবে মৌলিক। অণুগল্পের ক্ষেত্রে অনুবাদ গল্প পাঠালে মূল গল্প ও লেখকের নাম দিতে হবে। ফিচারের ক্ষেত্রে লেখার তথ্যসূত্র (এক বা একাধিক) উল্লেখ করতে হবে।
২. মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডকে লিখে পাঠাতে পারেন [email protected]এ। অথবা স্পষ্ট হস্তাক্ষরে লিখে পাঠান বিজ্ঞানচিন্তার ঠিকানায়।
৩. লেখার শেষে নিজের পরিচয় দিন। নাম, শিক্ষাপ্রতিষ্ঠান (শিক্ষার্থী হলে) বা কর্মপ্রতিষ্ঠান, শ্রেণি (শিক্ষার্থী হলে), ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল লিখুন সঠিকভাবে।
৪. লেখা বাছাই করা, প্রকাশ বা পুরস্কার প্রদানের ক্ষেত্রে বিজ্ঞানচিন্তার সিদ্ধান্তই চূড়ান্ত।
লেখা পাঠানোর শেষ সময় : ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
লেখা পাঠানোর ঠিকানা : বিজ্ঞানচিন্তা, ১৯, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ অথবা, ইমেইল করুন [email protected]এ।