প্রকাশিত হয়েছে বিজ্ঞানচিন্তার সেপ্টেম্বর সংখ্যা

চতুর্থ শিল্পবিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্ব। আধুনিক ডিজিটাল বিশ্বের মুদ্রা হিসেবে বিকাশ ঘটছে ক্রিপ্টোকারেন্সির। বিটকয়েন, ইথারিয়াম, ডোজ কয়েনসহ নানা ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে বাজারে। এসব মুদ্রার উত্থান–পতন ঘটছে ঠিকই, কিন্তু বোঝা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি হারিয়ে যেতে আসেনি। আর এ মুদ্রার চালিকা শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে ব্লকচেইন প্রযুক্তি। শুধু মুদ্রাই নয়, নানা ধরনের লেনদেনের কাজেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে দিন দিন। এসব মুদ্রা কীভাবে কাজ করে এবং ব্লকচেইন প্রযুক্তির পেছনের বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে বিজ্ঞানচিন্তার এ সংখ্যার মলাটকাহিনি।

মলাটকাহিনিতে আছে ‘ক্রিপ্টোমুদ্রার সাতসতেরো’, ‘বিটকয়েনের সহজ লেনদেন’, ‘ব্লকচেইন: এক ভবিষ্যৎ প্রযুক্তির গল্প’ এবং ‘এনএফটি: ডিজিটাল ভেরিফিকেশনের ভবিষৎ।’ সেগুলো লিখেছেন তানিম সুফিয়ানী, রিফাত আহমেদ এবং উচ্ছ্বাস তৌসিফ।

ক্রিপ্টোকারেন্সির লেনদেন বাংলাদেশে অবৈধ। এসব লেখার উদ্দেশ্য মোটেও এ ধরনের লেনদেনে উৎসাহ দেওয়া নয়, বরং এই প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া। কারণ চতুর্থ শিল্পবিপ্লবে শক্তিশালী ভূমিকা রাখতে হলে প্রযুক্তিগত জ্ঞানার্জনের বিকল্প নেই।

আর্টেমিস প্রকল্পের মাধ্যমে ৫০ বছর পর আবার চাঁদে যাওয়ার প্রচেষ্টা শুরু করেছে নাসা। এ নিয়ে দারুণ একটি লেখা রয়েছে এ সংখ্যায়। কোয়ান্টাম বলবিদ্যার রাজপুত্র লুই ডি ব্রগলিকে নিয়েও চমৎকার একটি ফিচার লিখেছেন প্রদীপ দেব। এছাড়া ইশতিয়াক হোসেন লিখেছেন ‘অ্যান্টিম্যাটার: বাস্তব নাকি কল্পনা’, রুকাইয়া জহিরের ‘প্রেগন্যান্সি টেস্টের আদি-অন্ত, শতাব্দী রায়ের ‘ঝাঁঝের খোঁজে’।

এ সংখ্যায় কৃষ্ণগহ্বর নিয়ে নিজের গবেষণা আর নতুন আবিষ্কার নিয়ে বিজ্ঞানচিন্তার সঙ্গে কথা বলেছেন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী তনিমা তাসনীম অনন্যা। আছে ভিন্ন স্বাদের দুটি কল্পবিজ্ঞান। লিখেছেন নাসরীন মুস্তাফা ও দীপু মাহমুদ।

এ ছাড়া রয়েছে বিজ্ঞানচিন্তার নিয়মিত আয়োজন বিজ্ঞানরম্য। লিখেছেন সুলেখক আহসান হাবীব। আছে রোমেন রায়হানের বিজ্ঞান ছড়া। পাশাপাশি রয়েছে বিজ্ঞান কমিক, কার্যকারণ, পাঠকের প্রশ্ন-উত্তর, বিজ্ঞানায়োজন, দুই চালে মাত, সুডোকু, বইপত্র, কুইজসহ আরও অনেক কিছু।

ম্যাগাজিনটি এখন ঢাকাসহ সারা দেশের বুকস্টলগুলোতে পাওয়া যাচ্ছে। এছাড়া ঘরে বসে বিনা ডাক খরচে যাওয়া যাবে প্রথমা ডট কমে (prothoma.com)। এছাড়া রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন বইয়ের দোকানেও পাওয়া যাবে ম্যাগাজিনটি।

দেশের বিজ্ঞান বিষয়ক সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন এখন বিজ্ঞানচিন্তা। প্রতি মাসের ১৫ তারিখ ম্যাগাজিনটি প্রকাশিত হয়।